Friday, August 1, 2025
Homeজেলার খবরফেসবুক অ্যাকাউন্ট থেকে সেক্স-ভিডিও ভাইরাল, বাঁকুড়ার বিজেপি নেতার সাফাই এসব 'ফেক'

ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেক্স-ভিডিও ভাইরাল, বাঁকুড়ার বিজেপি নেতার সাফাই এসব ‘ফেক’

Follow Us :

বিষ্ণুপুর: এর আগে এক তৎকালীন এক তাত্ত্বিক বাম নেতার সেক্স-ভিডিও ফাঁস হয়েছিল। বিছানা-বালিশে তাঁর লেহনের দৃশ্য ভাইরাল হয়ে যায়। এ বার এক বিজেপি মণ্ডল সভাপতির সেক্স-ভিডিও নেট-বাজারে ঘুরছে। যা নিয়ে একেবারে ঢিঢি পড়ে গিয়েছে বাঁকুড়া বিজেপির অন্দরে। ভাইরাল ভিডিও চলে এসেছে কলকাতার কয়েক জন নেতার কাছেও। অভিযুক্ত বিজেপি নেতা কল্যাণ চট্টোপাধ্যায়ের অবশ্য দাবি, ‘এ সব ভিডিও ফেক।’ তাঁর মুখের সঙ্গে নাকি অন্যের দেহ সুপার ইমপোজ করা হয়েছে। তৃণমূল বলছে, ‘এই তো বিজেপি’র কালচার।’

কলকাতা টিভি ডিজিটাল টিমের কাছেও সেই ভিডিও এসে পৌঁছেছে। সব মিলিয়ে ৪৬ সেকেন্ডের ভিডিও। যেখানে ভিডিও কলে বিজেপি নেতা কল্যাণ চট্টোপাধ্যায়কে সেক্স করতে দেখা গিয়েছে। উল্টোদিকের মহিলার মুখ বা পরিচয় অবশ্য জানা যায়নি। কলকাতা টিভির ডিজিটাল টিম তা জানতেও চায়নি। এমনকি এই ভিডিওর সত্যতাও খতিয়ে দেখেনি। তবে যে পুরুষটি ভিডিও চ্যাটে তুমুল সেক্স করছেন, তাঁর মুখের সঙ্গে বাঁকুড়ার তিন নম্বর মণ্ডল সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায়ের মুখের হুবহু মিল রয়েছে।

কল্যাণ চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্ট
বাঁকুড়ার বিজেপি নেতাকে নিয়ে সেই বিতর্কিত পোস্ট

শুক্রবার রাতে ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে সেক্স ভিডিও ভাইরাল হয়ে যায়। রাতের মধ্যে কয়েক হাজার শেয়ার হয়ে যায়। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে নেতার কেলেঙ্কারি। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক মাধ্যমেও চালাচালি হতে থাকে। বেশ আপত্তিকর অবস্থাতেই যেখানে ধরা পড়েছেন অভিযুক্ত বিজেপি নেতা। সেই তৎকালীন বাম নেতার মতই এখানেও ভিডিওর পুরুষটি লেহনে ব্যস্ত। আবার কখনও তিনি ব্যস্ত স্বমৈথুনে।

কল্যাণ চট্টপাধ্যায়ের ভিডিও
সেই বিতর্কিত সেক্স ভিডিও

অভি রায় নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ভাইরাল হয়। সেখানে লেখা ‘ওন্দা তিন নম্বর মণ্ডলের সভাপতি কল্যাণ চ্যাটার্জি সবাই তাকে চরিত্রহীন বলে জানে তার একটি প্রমাণ সহ ভিডিও আপলোড করা হল। এই রকম চরিত্রহীন লম্পটদের জন্য পার্টির বদনাম হচ্ছে।’ ভিডিওটি তাপস বোস-সহ আরও ৮জনকে ট্যাগ করা হয়।

আরও পড়ুন: কারনালে বিচারবিভাগীয় তদন্ত, অভিযুক্ত আধিকারিক ‘ছুটিতে’, আন্দোলন প্রত্যাহার কৃষকদের

কলকাতা টিভির ডিজিটাল টিম বিষয়টি নিয়ে অভিযুক্ত কল্যাণ চট্টোপাধ্যায়ের বক্তব্য জানতে চায়। বলেন, ‘তাঁকে ফাঁসানো হয়েছে। ভিডিওটি ফেক। তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানাবেন।’ বাঁকুড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল সাঁতরার বক্তব্য, ‘এটাই বিজেপির কালচার। এ জিনিস আরও দেখতে হবে।’

আরও পড়ুন: বিধানসভায় নমাজ বিরোধী বিজেপি কর্মীদের পেটাল পুলিশ

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39