হাঁসখালি: নদিয়ার হাঁসখালি মামলাটি আদলতে বিচারাধীন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মামলাটির তদন্ত করছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তর বাবা তথা স্থানীয় তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে কেমন রয়েছে নির্যাতিতার পরিবার তা দেখতেই রবিবার কলকাতা হাইকোর্টের বিজেপির লিগাল সেলের মহিলা আইনজীবীর এক প্রতিনিধি দল পৌঁছয় হাঁসখালির নির্যাতিতার বাড়িতে।
বিজেপির লিগাল সেলের মহিলা আইনজীবীর ওই প্রতিনিধি দল দেখা করে মৃতা নাবালিকার বাবা মায়ের সঙ্গে। আর এরপরেই তাদের তরফ থেকে ওই পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়। ওই দলের তরফে বলা হয়, এখনও আতঙ্কে রয়েছে নির্যাতিতার পরিবার। পুলিশ বাড়ির সামনে রয়েছে তাই ওই পরিবারকে নিরাপত্তা দেওয়া উচিত। একই সঙ্গে গোটা ঘটনায় হাঁসখালি থানার OC-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ওই প্রতিনিধি দল ।
গত ৪ এপ্রিল নদিয়ার হাঁসখালির শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গয়ালীর ছেলে সোহেল গয়ালীর বিরুদ্ধে। তীব্র যন্ত্রণায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকার মৃত্যু হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য ৫ এপ্রিল ওই নাবালিকার বাবা-মাকে চাপ দিয়ে শ্মশানে দাহ করে দেওয়া হয়। শুধু তাই নয়, পরবর্তীকালে যাতে কোনও প্রমাণ না পাওয়া যায় সেই কারণে জল দিয়ে গোটা শ্মশান ধুয়ে ফেলা হয়।