skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরকোচবিহারে তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি ও ফরওয়ার্ড ব্লক কর্মীর

কোচবিহারে তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি ও ফরওয়ার্ড ব্লক কর্মীর

Follow Us :

কোচবিহার:  দলবদলের ধারা অব্যাহত কোচবিহারে। শনিবার কোচবিহার জেলা তৃণমুল সভাপতি পার্থপ্রতীম রায়ের হাত ধরে কোচবিহারের ৬ নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক কর্মী বিজেপি ও ফরওয়ার্ড ব্লক ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, কোচবিহার টাউন ব্লকের সভাপতি নিরঞ্জন দত্ত, তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাহুল রায়, তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্যরা। যোগদান শেষে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতীম রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে শনিবার শতাধিক বিজেপি ও ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।”

আরও পড়ুন: ত্রিপুরায় ‘খেলা শুরু’ তৃণমূলের, রাজনীতির ময়দানে মিডফিল্ডার প্রসূন-অর্পিতারা

বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করে তৃতীয় বার ক্ষমতায় আসে তৃণমূল। আর তারপর থেকেই বিজেপি বাম ও কংগ্রেস ছেড়ে প্রতিদিনই তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে। জেলা স্তর থেকে পঞ্চায়েত সর্বত্রই দলবদলে হিড়িক। ‌

আরও পড়ুন: কোচবিহার জেলায় সাড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস

এবারের নির্বাচনে যদিও উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি শাসকদল তৃণমূল। অপেক্ষাকৃত ভালো ফল করেছে গেরুয়া শিবির। কোচবিহারের প্রায় সব কটি আসনে জয়ী হয় বিজেপি প্রার্থী। তা সত্ত্বেও স্বয়ং নিশীথ প্রামাণিকের গড়ে তৃণমূলে যোগদানের এই হিড়িক দেখে অস্বস্তিতে গেরুয়া শিবির। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ‌

RELATED ARTICLES

Most Popular