Sunday, August 17, 2025
Homeজেলার খবরকরোনাকালে রক্তদানে এগিয়ে এলেন দৃষ্টিহীনেরা, মুগ্ধ আমজনতা

করোনাকালে রক্তদানে এগিয়ে এলেন দৃষ্টিহীনেরা, মুগ্ধ আমজনতা

Follow Us :

উত্তর ২৪ পরগনা: ওদের চোখে দৃষ্টি নেই, কিন্তু ঘাটতি নেই দর্শন বোধে। কার্যত সেই বোধকে সঙ্গী করেই করোনাকালে রক্তের ঘাটতি মেটাতে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার গুমায় প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি থেকে রক্ত দিলেন ৮০ জন দৃষ্টিহীন। দৃষ্টিহীনদের নিয়েই এই প্রেরণা সংগঠন। নামের সঙ্গে কাজ মিলিয়ে দায়, দায়িত্ব ও দায়বদ্ধতার প্রতি সজাগ দৃষ্টি রেখে গোটা সমাজকে সেই বার্তাই দিলেন দৃষ্টিহীন মানুষগুলো।

পথচলতি জীবনে ওদের করুনার চোখেই দেখে মানব সমাজ। যেহেতু ওদের চোখের দৃষ্টি নেই, পরনির্ভরশীলতায় রসদ জোগাড় করতে হয় বেঁচে থাকার। তাই সমাজও চাই কম ওদের কাছে। কিন্তু বছরের পর বছর চলে আসা সেই ভাবনাটা আছে সত্যিই বিবর্ণ, তা প্রমাণ করলেন গোবিন্দ সরকার, পুতুল মন্ডল ও সুমিতা পালের মতো দৃষ্টি হীনেরা। ঘুমার প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির ডাকে এক শিবিরে রক্ত দিলেন কম বেশি আশিজন দৃষ্টিহীন। ‌ করোনাকালে রক্তের সংকট মেটাতে সমাজের বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রী আবেদনে সাড়া দিয়ে এই এদিনের কর্মযজ্ঞে সামিল তাঁরা।

blind men
রক্তদানকারী জনৈক ব্যক্তি

বৃহস্পতিবার সংগঠনের ডাকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা থেকেও রক্ত দিতে জড়ো হয়েছিলেন দৃষ্টিহীনেরা। তাঁদের কেউ এসেছেন কেবল লাঠির ভরসায়, কেউবা পরিজনকে নিয়ে।

উল্লেখ্য, শুধুমাত্র রক্তদানের আয়োজনে সীমাবদ্ধ নেই প্রেরণার কর্মকাণ্ড। প্রতি মাসে ৭০ টি দৃষ্টিহীন পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি একটি অডিও গ্রন্থাগার ও চালান তাঁরা। উচ্চশিক্ষার ক্ষেত্রে দৃষ্টিহীনতা যাতে প্রতিবন্ধক না হয় তার জন্য উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রায় ২০০ জন দৃষ্টিহীন পড়ুয়ার বিষয়ভিত্তিক অডিও রেকর্ড করে পেনড্রাইভে পৌঁছে দেন তাঁদের কাছে। বেঁচে থাকার জন্য শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে যেখানে প্রতিনিয়ত লড়াই করতে হয় তাঁদের, সেখানে দৃষ্টিহীনদের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে আমজনতাও।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36