বসিরহাট: খাবারের সন্ধানে যেতে গিয়েই বিপত্তি (Basirhat)। মাছ ধরার ফাঁদে ধরা পড়ে বনবিড়াল (Cat)। সাতসকালে রায়মঙ্গল নদী পেরিয়ে মাছের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে ৪টে বনবিড়াল। আর তার পরই মৎস্যজীবীদের (Fisherman)পাতা ফাঁদে প্রায় ২ ফুট লম্বা-চওড়া বন বিড়াল ধরা পড়ে।
আরও পড়ুন : শীতের শুরুতেই সুন্দরবনে ‘রয়্যাল’ দর্শন, খুশি পর্যটকরা
বসিরহাটের সন্দেশখালির ঘটনা। শীতে পুকুরের জলে মাছের আনাগোনা অনেকটাই বেড়েছে। তাই মাছ খেতে গিয়েই পাতা ফাঁদে পা বন বিড়ালের। শুক্রবার সকালে মৎস্যজীবী বিধান মণ্ডল ও প্রশান্ত মণ্ডল মাছ ধরার জন্য ফাঁদ পেতেছিলেন। আর তখনই জালে ধরা পড়ল ৪টে বন বিড়াল। এই প্রজাতির বিড়াল সুন্দরবনের পাশাপাশি মায়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ আরও কয়েক জায়গায় দেখতে পাওয়া যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান মিনাখাঁ বন দফতরের আধিকারিকরা।