Tuesday, August 12, 2025
HomeScrollRampurhat CBI Investigation: বগটুই 'গণহত্যা'য় দুষ্কৃতীদের চিহ্নিত করতে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ...

Rampurhat CBI Investigation: বগটুই ‘গণহত্যা’য় দুষ্কৃতীদের চিহ্নিত করতে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই

Follow Us :

রামপুরহাট: বীরভূমের বগটুই গ্রামের ‘গণহত্যা’য় এ পর্যন্ত ২২ জনের নামে এফআইআর হয়েছে। ধৃতদের মধ্যে তৃণমূল কংগ্রেসের রামপুরহাট ব্লক সভাপতি আনিরুল হোসেনও রয়েছেন। ঘটনার রাতে ধৃতদের ভূমিকা সম্পর্কে নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী দল। ইতিমধ্যে জেলা পুলিসের কাছে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে।

সিবিআইয়ের একটি সূত্রে খবর, দুষ্কৃতীদের শনাক্ত করতে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ ভাল করে খতিয়ে দেখা হবে। এ জন্য এলাকার লোকজনের সাহায্য নেওয়া হবে। তা্ঁদের দিয়েই দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

গণহত্যার রাতে তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের ভূমিকা কী ছিল, সে সম্পর্কেও নিশ্চিত হতে চান তদন্তকারীরা। আনারুল নিজে যদিও বলছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি আত্মসমর্পণ করেছেন। ঘটনার রাতে তিনি বগটুই গ্রামে ছিলেন না। তার পরেও সিবিআইয়ের চোখে তিনি সন্দেহের ঊর্ধ্বে নন। বিশেষত, মুখ্যমন্ত্রী তাঁকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার পর। বগটুই গ্রামে এসে কেন আনারুলকে গ্রেফতারে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে হল, তা ভাবাচ্ছে সিবিআইকে। এই ধন্দ দূর করতে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন: Rampurhat Violence: বগটুইয়ের স্বজনহারা-জখমদের বয়ান নেবে সিবিআই, আনারুলের ভূমিকা নিয়েও তত্ত্বতালাশ

এ দিকে, রবিবারও বগটুই গ্রামে গিয়ে আর একপ্রস্থ নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় ফরেনসিক দলের সদস্যরা। সিবিআইয়ের একটি টিমও সেখানে রয়েছে। আর একটি টিম গিয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই দলে সিবিআইয়ের তিন মহিলা আধিকারিক রয়েছেন। ডিআইজি-সিবিআই অখিলেশ সিংও থাকবেন বলে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনার রাতে অগ্নিকাণ্ডে জখম হওয়া এক নাবালক ও তিন মহিলা। ঘটনার অন্যতম সাক্ষী হিসেবে তাঁদের বয়ান রেকর্ড করা হতে পারে। তবে, এ দিন বয়ান নেওয়া আদৌ সম্ভব হবে কি না, তা নির্ভর করবে হাসপাতাল কর্তৃপক্ষের উপর। ডাক্তাররা যদি জানান, আহতরা কথা বলার মতো শারীরিক অবস্থায় রয়েছেন, তা হলেই বয়ান রেকর্ড হবে।

আরও পড়ুন: Mamata Banerjee North Bengal: মমতা আসছেন, আশায় মুখিয়ে পাহাড়বাসী

বয়ান নেওয়া হবে সোনা ও ওরফে সঞ্জু শেখের ঘনিষ্ঠ আত্মীয় মিহিলাল শেখের পরিবারের সদস্যদেরও। গত সোমবার রাতের গণহত্যার পর বগটুই গ্রাম ছেড়ে পরিবার নিয়ে সাঁইথিয়ার বাতাসপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন মিহিলাল। সিবিআইয়ের আধিকারিকরা ইতিমধ্যে মিহিলাল শেখের সঙ্গে যোগাযোগ করেছেন। সূত্রের খবর, বাতাসপুরে গিয়েই বয়ান নথিভুক্ত করা হতে। প্রত্যক্ষদর্শী আর কার কার বয়ান নেওয়া হবে, ইতিমধ্যে সেই তালিকাও তৈরি করে ফেলেছে সিবিআই। এ ছাড়া, রামপুরহাট হিংসায় ধৃত ২৩ জনকে জেরার প্রস্তুতিও নিয়ে ফেলেছেন তদন্তকারীরা। তবে, কবে জিজ্ঞাসাবাদ করা হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
INDIA Alliance | বিরোধী সাংসদদের মিছিলের আগে কী ঘটেছিল? দেখুন এই ভিডিও
01:48:20
Video thumbnail
Akhilesh Yadav | ব্যারিকেডে বি/ক্ষো/ভ, রাজপথে ধর্না অখিলেশের
01:32:30
Video thumbnail
Mahua Moitra | Akhilesh Yadav | ব‍্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, তারপর কী হল দেখুন
01:34:51
Video thumbnail
SIR | Delhi | SIR নিয়ে দিল্লিতে প্রতিবাদে বিরোধী জোট, কী অবস্থা? দেখুন সরাসরি
01:46:55
Video thumbnail
Rahul | SIR নিয়ে দিল্লিতে প্রতি/বাদ, প্রিজন ভ্যানে তোলা হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে
45:36
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:40:40
Video thumbnail
Bangla Bolche | Saikat Giri | 'কমিশন BJP-RSS-এর মতো আচরণ করছে'
02:48
Video thumbnail
Bangla Bolche | Arup Chakraborty | নির্বাচন কমিশন কি সংবিধান পরোয়া করছে?
02:06
Video thumbnail
Bangla Bolche | Jyoti Chatterjee | 'জা/লিয়াতি আটকাতেই কমিশনের পদক্ষেপ'
01:43
Video thumbnail
Politics | বিজেপি চাইছে বলতে কথা কার সঙ্গে? সেই মমতা
04:48