কলকাতা: অবশেষে আর তলব নয়।অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নিউটাউন সংলগ্ন চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন। সেখানেই যেতে পারে সিবিআই টিম। অসুস্থ অনুব্রতর যাবতীয় মেডিক্যাল রিপোর্ট বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে পরীক্ষা করাচ্ছে সিবিআই। এক্ষেত্রে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালের ডাক্তারদের সঙ্গে আলোচনা চলছে। সেই পরামর্শ অনুযায়ী অনুব্রতর বাড়ি গিয়ে জিজ্ঞেসাবাদ করা হতে পারে।
এর আগে বেশ কয়েকবার সিবিআই তলব এড়িয়ে গিয়েছেন আই তৃণমূল নেতা। শেষ বার সিবিআই দফতরের যাওয়ার জন্য বেরিয়েও রাস্তায় গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করতে হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর চিনার পার্কের ফ্ল্যাটেই আছেন বীরভূমের জেলা সভাপতি। তাঁর পরেও সিবি আই দু বার তাঁকে তলব করে। কিন্তু অসুস্থতার কারইনে তিনি হাজিরা দিতে পারবেন না বলে তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেন তাঁর আইনজীবী।
সোমবার সকালেও তাঁর আইন জীবী দেলখা করেন অনুব্রতর সঙ্গে। তিনি জানিয়েছেন অনুব্রত খুবই অসুস্থ। সিবিআইয়ের তরফ থেকেও নতুন কোনও তলবি নোটিস আসেনি।বার বার তাঁকে ডেকে তিনি না আসায় এবার তাঁর ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদের চেষ্টা করবে সিবিআই। সে কারণে সেনা হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিচ্ছেন তদন্তকারী অফিসাররা। তাঁর অসুস্থতা কত দূর, অনুব্রত কথা বলার মতন অবস্থায় থাকতে পারেন কি না, প্রকৃত অসুখটা কতটা বিপজ্জনক সে সম্পর্কে ডাক্তারদের পরামর্শ নেওয়ার কাজ শুরু করেছে সিবিআই।
আরও পড়ুন Suvendu Adhikari: জেলা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু, নন্দীগ্রামে কোন্দল তুঙ্গে