হলদিয়া: পুরভোটের আগের রাতে তমলুক থেকে গ্রেফতার করা হল নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। প্রলয় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি। পুলিস সূত্রে দাবি, প্রলয় বেশ কয়েকজনকে নিয়ে তমলুক এলাকায় ছিল। তল্লাশি চালানোর সময় অন্য ব্যক্তিরা ছুটে পালিয়ে গেলেও প্রলয়কে আটক করেছে পুলিস। তমলুক থানায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিস সূত্রের দাবি, ভোটের আগের রাতে এলাকায় অভিয়ান চালানো হচ্ছে৷ পুরভোট ঘিরে কোথাও কোনও অশান্তি পাকানো চেষ্টা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ বিভিন্ন ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ তাই, কোনও রকম অশান্তির উদ্দেশ্য থাকলেই পাকড়াও করা হচ্ছে৷ সন্দেহভাজনদেরও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ সেই সুবাদেই প্রলয় পালকে আটক করা হয়েছে৷
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে সংবাদ শিরোনামে স্থান পেয়েছিল প্রলয় পালের নাম৷ কারণ, তাঁকে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ভোটে সাহায্যের দাবি করেছিলেন৷ একটা অডিয়ো ক্লিপও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে৷ বিতর্ক ঝড় ওঠে রাজ্যজুড়ে৷ শনিবার রাতে সেই প্লয় পালকে আটক করল পুলিস৷