বহরমপুর: করোনা যখন শমন হয়ে শিয়রে দাঁড়িয়েছিল, তখন রাজ্যজুড়ে স্বাস্থ্যকর্মীর ঘাটতি পূরণে প্রচুর অস্থায়ী লোক নিয়োগ করা হয়েছিল। এখন করোনাপর্ব কেটে গিয়েছে। তাই কাজ যেতে বসেছে তাঁদের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালও তার ব্যতিক্রম নয়। এই হাসপাতালের ১৬০ জন কর্মবন্ধুর কাজ চলে গিয়েছে। কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করলেন ওই কর্মবন্ধুরা।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন ওই কর্মবন্ধুরা। তাঁদের অভিযোগ, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনার সময় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও করোনা হাসপাতালে তাঁদের অস্থায়ীভাবে কাজে নিযুক্ত করা হয়েছিল। এক এক দফায় ৪৮ ঘণ্টা ডিউটি করতে হতো তাঁদের। মাথাপিছু ১০ হাজার টাকা করে দেওয়া হতো।
আরও পড়ুন: Kolkata Lawyer Suicide: স্ত্রীকে মেসেজ করে চৌরঙ্গীর বহুতল থেকে মরণ ঝাঁপ আইনজীবীর
কিন্তু, সেই কাজ পয়লা এপ্রিল থেকে বন্ধ হয়ে গিয়েছে। ফলে বেকার হয়ে পড়েছেন তাঁরা। কর্মবন্ধুরা জানাচ্ছেন, করোনার সময় তাঁরা নিজের এলাকাতে ঢুকতে পারতেন না। এলাকার মানুষ তাঁদের সঙ্গে সম্পর্ক রাখতে ভয় পেতেন। বাধ্য হয়ে তাঁরা হাসপাতালে থেকে যেতেন অনেকেই। করোনা রোগীদের সেবা করে বাঁচিয়ে তুলেছেন তাঁরাই। সেই প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করার বিনিময়ে এখন তাঁদের বাতিল করে দেওয়া হল। করোনা পরিস্থিতি কাটানোর পরেও তাঁদের কাজ চলে গেল। তাই স্থায়ীকরণের দাবিতে তাঁরা অনশনে বসেছেন বলে জানালেন কর্মবন্ধুরা।