বিষ্ণুপুর: প্রাক্তন সিপিএম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। সিপিএমের সঙ্গে ৩৭ বছরের সংসার ছেড়ে উন্নয়নের জন্যেই তৃণমূলে যোগ দিলেন তিনি।
দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে ঘর করেছেন। এবার সেই সম্পর্কে ইতি টেনে মঙ্গলবার দুপুরে ঘাস ফুলে যোগ দিলেন বিষ্ণুপুরের সিপিএম নেতা দুলাল গোস্বামী। বিষ্ণুপুর পুরসভার বেশ কয়েকবারের সিপিএম কাউন্সিলর ছিলেন দুলাল গোস্বামী। ছিলেন লোকাল কমিটির সদস্যও। দুলাল বাবুর রাজনৈতিক জনপ্রিয়তার কাছে দাঁত ফোটাতে পারেনি কোনও বিরোধী রাজনৈতিক দল।
সেই সিপিএম নেতা তথা বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর বর্তমানে লোকাল কমিটির সদস্য যোগ দিলেন তৃণমূলে। মঙ্গলবার দুপুরে বিষ্ণুপুর শহরের তৃণমূল কার্যালয়ে পুরসভার চেয়ারপার্সন অর্চিতা বিদের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি। এদিন দুলাল গোস্বামীর নেতৃত্বে ১০০ র বেশী সিপিএম কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।
দুলাল বাবু তৃণমূলে যোগ দিয়ে জানান, উন্নয়নের জন্য তিনি ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। যদিও এই বিষয়ে সিপিএম জেলা সম্পাদকের দাবি, সিপিএম ছেড়ে কেউ তৃণমূলে গিয়েছে বলে জানা নেই।
আরও পড়ুন – কুলতলির বাইশহাটা গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের
এদিন যোগদানের পর অর্চিতা বিদ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে, উন্নততর বিষ্ণুপুর গড়ার লক্ষ্যে সবাই যেভাবে এগিয়ে আসছে তাঁদের স্বাগত জানাই।
২০২১ বিধানসভা নির্বাচনের নিরিখে বিষ্ণুপুর পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। সামনেই পুরসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে এই যোগদানের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে হারানো ভোট ব্যাংক ফিরিয়ে আনিতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল বলেই মনে করছেন অনেকে।