কালিন্দী নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় মেরামতির কাজ শুরু করল স্থানীয় প্রশাসন। বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতে অবস্থিত এই কালিন্দী নদী। এই নদীর ৩০০ ফুট লম্বা বাঁধে সম্প্রতি ফাটল দেখা দিয়েছে। গত শুক্রবার রাতের বেলা নদীতে জোয়ারের জল বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় কালিন্দী নদীর বাঁধ। শনিবার সকাল থেকে কাজে হাত লাগিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। মাটির বস্তা, বাঁশ, প্লাস্টিক, ইট দিয়ে বাঁধের কাজ শুরু হয়েছে। তবে নবান্ন থেকে সতর্ক করা হয়েছিল যে, ২৬ জুন, শনিবার নদীতে বান আসতে পারে। সেই কারণে শনিবার সকাল থেকেই বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছে পঞ্চায়েত। যাতে বড় বিপর্যয় না হয়।
কিছু দিন আগে ঘূর্ণিঝড় যশের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি সুন্দরবনের মানুষ। আবার নতুন করে যদি নদীতে বান আসে তাহলে ফের বিপর্যয়ের মুখে পড়বে এই সব এলাকাগুলি। এখনও বেশ কিছু গ্রামে নোনা জল জমে রয়েছে। তার ওপর নতুন করে কালিন্দী নদীর বাঁধ বাসিন্দাদের ঘুম কেড়েছে। এরপর কালিন্দী নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় চিন্তা বেড়েছে সুন্দরবনের বাসিন্দাদের।