Sunday, August 3, 2025
Homeজেলার খবরDeganga Power Grid: মেলেনি ক্ষতিপূরণ, দেগঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাওয়ার গ্রিডের কাজ

Deganga Power Grid: মেলেনি ক্ষতিপূরণ, দেগঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাওয়ার গ্রিডের কাজ

Follow Us :

বারাসত: এবার পাওয়ার গ্রিড আন্দোলনের ছায়া দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাওয়ার গ্রিডের মালপত্র আটকে রেখে কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল। এমনকি কর্মীদের আটকেও রাখা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁপাতলা গ্রামের উপর দিয়ে পাওয়ার গ্রিডের তার টানা হয়েছে। যে সমস্ত চাষিদের জমির উপর দিয়ে পাওয়ার গ্রিডের তার টানা হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। কিন্তু চাষিরা সম্পূর্ণ ক্ষতিপূরণ পায়নি।

পাওয়ার গ্রিডের কর্মীরা আজ, রবিবার সকালে ওই এলাকায় তার টানার কাজ করতে আসেন। সেই সময় এলাকার চাষিরা ঐক্যবদ্ধ হয়ে পাওয়ার গ্রিডের কর্মীদের আটকে রাখে। এমনকি যাবতীয় মালপত্র গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। চাষিদের দাবি, যতক্ষণ না তাঁদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে, ততক্ষণ এই কাজ বন্ধ থাকবে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিসকে।

চাঁপাতলা অঞ্চলের স্থানীয় পঞ্চায়েত সদস্য মহিব্বার মোল্লা ঘটনাস্থলে এসে চাষি ও পাওয়ার গ্রিডের কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সোমবার পাওয়ার গ্রিডের অফিসারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয়। এর পর চাষিরা পাওয়ার গ্রিডের কর্মীদের ছেড়ে দেন। তবে পাওয়ার গ্রিডের সেফটি তার টানার কাজ আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আরও পড়ুনMaheshtala Fire: বরের কারসাজিতেই সিলিন্ডার বিস্ফোরণ? মহেশতলা অগ্নিকাণ্ডের পরই সন্দেহ বাড়াল মৃতার পরিবার

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39