ডায়মন্ড হারবার: খেলতে খেলতে গলায় আটকে গিয়েছিল সেফটি পিন। সেটির মুখ খোলা থাকায় প্রাণ সংশয়ও তৈরি হয়েছিল। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা আড়াই বছরের সৌরনীলের গলা থেকে সেফটি পিনটি নিরাপদে বের করে এনেছেন। এই ধরনের অস্ত্রোপচার একটা বড় সাফল্য বলেই মনে করছেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের চিকিৎসক দীপ্তেন পাল, সোহম বন্দ্যোপাধ্যায়, রূপম জানা দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালী থেকে খোলা সেফটি পিনটিকে বের করেন। তাঁরা জানান, নিরাপদেই শিশুটির খাদ্যনালী থেকে সেফটি পিন বের করে আনতে পেরেছি৷ আগে এই ধরনের অস্ত্রোপচারের কেস কলকাতায় রেফার করা হত। এখন এখানেই আমরা এই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।
দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের রুদ্রনগর এলাকার বাসিন্দা দীপঙ্কর জানা এবং সুজাতা জানার একমাত্র সন্তান সৌরনীল। রবিবার বাড়িতে একা বসে খেলা করছিল সৌরনীল। তখনই খেলার ছলে একটি মুখ খোলা খেয়ে ফেলে সে। এক্স রে-তে দেখা যায়, সেফটিপিনটি খাদ্যনালীতে আটকে রয়েছে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় মাইক্রো সার্জারির মাধ্যমে খাদ্যনালী থেকে সেফটি পিনটি বের করেন।