ধূপগুড়ি : ফের হাতির রহস্যজনক মৃত্যু। বুধবার সকালে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের অন্তরগত মোগলকাটা রাভা বস্তিতে একটি প্রাপ্ত বয়স্ক হাতির মৃত্যুদেহ উদ্ধার হয়। স্থানীয় গ্রামবাসীরা প্রথম হাতির দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ও মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। বনদফতর জানিয়েছে, একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : সাতসকালে হাতির তাণ্ডব, জলপাইগুড়ি শহরে জারি ১৪৪ ধারা
মৃত হাতি দেখতে ভিড় জমিয়েছে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে তদন্তে আসে বনদফতরের কর্মীরা। কিভাবে হাতির মৃত্যু হয়ছে পরিষ্কার নয়। মনে করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এলাকাবাসীরা জানিয়েছেন, মাঝেমধ্যেই ওই এলাকায় খাবারের খোঁজে ঢুকে পরে হাতির দল। বোন দফতরের কর্মীদের অনুমান, ধান খাওয়ার জন্যই হাতিটি ওই এলাকায় চলে আসে। এর মাসখানেক আগে মোরাঘাট রেঞ্জের গাঁড়কুটা এলাকাতেও একটি হাতির দেহ উদ্ধার হয়েছিল। সেই হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বলে অনুমান করা হয়। বারবার এভাবে হাতির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা।