কলকাতাঃ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন রাজ্যে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তের পরিবাররা। রাষ্ট্রপতির কাছে বিচারের আশায় দিল্লির যাচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, প্রায় ২৭ টি পরিবার মিলিয়ে শ খানেক মানুষ এদিন হাওড়া স্টেশনের ৯ নম্বর প্লাটফর্ম থেকে রাজধানী এক্সপ্রেসে করে রওনা দেন।
রাজ্যের বিভিন্ন প্রান্ত কোচবিহার, আসানসোল ,বর্ধমান, মেদিনীপুর ,হাওড়া পুরুলিয়া সমস্ত জেলা থেকে ভোট পরবর্তী সময় আক্রান্ত নির্যাতিত পরিবাররা যান দিল্লি।পরিবারের দাবি কারোর বাবা, কারোর ছেলে কিংবা কারোর ভাই খুন হয়েছে।কিন্তু তারা সঠিক বিচার পায়নি।
আরও পড়ুন Karachi University Blast: করাচি বিশ্ববিদ্যালয়ে ফিদায়েঁ জঙ্গি হামলা, তিন চীনা নাগরিকের মৃত্যু