Sunday, August 3, 2025
HomeScrollOwl Rescue: মিনাখাঁয় উদ্ধার বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা

Owl Rescue: মিনাখাঁয় উদ্ধার বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা

Follow Us :

বসিরহাট: বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় এক বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা(Owl Rescue)। কাকের তাড়া খেয়ে প্রাণে বাঁচল বিরল প্রজাতির ওই সাদা রঙের পেঁচা(Wild Animal)। ঘটনাটি ঘটেছে বসিরহাটের ন্যাজাট থানার সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি লাউখালি গ্রামে।

বসিরহাট মহকুমার লাউখালি গ্রামের স্থানীয় রেশন ডিলার মহম্মদ সেলিম তাঁর কৃষিখেতে পাতা জালে আটকে পড়ে এক বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা। সেলিম জানান, একদল কাকের তাড়া খেয়ে প্রাণে বাঁচতে একটি খেতে আশ্রয় নেয় ওই পেঁচাটি। সেখানেই জমি জাল দিয়ে ঘেরা থাকায় আটকে পড়ে।

তারপর নিরুপায় হয়ে ছটফট করতে থাকে পেঁচাটি। সেলিম তা দেখতে পেয়ে বনদফতরে খবর দেন। রামপুরা ও মিনাখাঁর বনকর্মীদের সহায়তায় পেঁচাটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: HS Student assault: বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর ব্লেড দিয়ে হামলা

লাউখালি গ্রামের পাশেই সুন্দরবন। বনদফতরের অনুমান, সম্ভবত খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে ওই পেঁচাটি। আগামী দু’দিন তার শারীরিক পরীক্ষা করা হবে এবং জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39