বাঁকুড়া: বাঁকুড়ার শালতোড়াতে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ (Red-eared sliders)। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাস্তুতন্ত্রের (ecosystem) জন্য ক্ষতিকর এই কচ্ছপ।মূলত মেক্সিকোতে এই কচ্ছপের দেখা মেলে। পুকুর, নদী, ছোট জলাশয় কিংবা দিঘীতে সাধরণত এরা থাকে। যেই জলাশয়ে এই কচ্ছপ থাকে, সেখানেই বিপদ ডেকে আনে বাকি প্রাণীদের। মাছ, ছোট পোকা, ব্যাঙ থেকে শুরু নিজের প্রজাতির কচ্ছপও বাদ যায় না তার খাদ্য তালিকা থেকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দামোদরের চাঁদবাক চরের জলে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে ওই কচ্ছপ।খবর দেওয়া হয় শালতোড়া বনদফতরে।কচ্ছপটি উদ্ধার করে শালতোড়া রেঞ্জ অফিসে নিয়ে আসেন বনদফতরের আধিকারিক ও কর্মীরা। তাঁরা জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপটির নাম আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার (Red-eared sliders) বা আমেরিকার রাক্ষুসে কচ্ছপ।

এই প্রজাতির কচ্ছপ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নদী, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে তুলে এই কচ্ছপ। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শুধু বাস্তুতন্ত্র নয়, মানবজীবনেও নানান রোগ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই কচ্ছপটির।বিরল প্রজাতির এই কচ্ছপটি আলিপুর চিড়িয়াখানাতে পাঠানো হবে। এই কচ্ছপ উদ্ধারের সাথে সাথে এমন কচ্ছপ নজরে এলে বনদফতরকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগেও দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত চালতাবেরিয়া এলাকা থেকে উদ্ধার হয় এই কচ্ছপ। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি একটি জলাশয় থেকে সেটিকে বেরিয়ে আসতে দেখেন। পরে তিনি সেটিকে বাড়ি নিয়ে আসেন। রাতে বিষয়টি জানতে পেরে জয়নগর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে। পরে সেটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন Mamata Banerjee: মে-জুনে জিটিএ নির্বাচন, পাহাড়েও পাট্টা: মমতা
আরও পড়ুন Rampurhat-CBI Investigation: কী হয়েছিল সেই রাতে, রামপুরহাটকাণ্ডে