Friday, August 8, 2025
Homeজেলার খবরগুলাবের চোখ রাঙানি উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর

গুলাবের চোখ রাঙানি উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর

Follow Us :

পশ্চিম মেদিনীপুর : গুলাব ও নিম্নচাপ দুইয়ের প্রভাবে উদ্বেগে রাজ্যবাসী। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে তৎপর পুলিশ প্রশাসন। কন্ট্রোল রুমও খোলা হয়েছে। পুরসভার তরফে চলছে লঞ্চে করে মাইকিং।  কয়েক মাসে হওয়া নিম্নচাপে মেদিনীপুর পুর এলাকা প্লাবিত হয়েছে একাধিকবার। এবার দুর্যোগের আগাম আভাস পেতেই মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে জোর তৎপরতা।

আরও পড়ুন : ধেয়ে আসছে ‘গুলাব’, স্থলভাগ থেকে দূরত্ব মাত্র ২৭০ কিলোমিটার

প্রশাসনের তরফে চলছে মাইকিং

পুরসভার চেয়ারম্যান এবং আধিকারিকরা এলাকায় পৌঁছে শুরু করেছেন বিকাশ অভিযান। রবিবার থেকে মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই প্রস্তুতি নিচ্ছে পশ্চিম মেদিনীপুর প্রশাসন। ইতিমধ্যেই ভেঙে পড়তে পারে এমন বাড়ি থেকে অন্যত্র সরানো হয়েছে সকলকে। পাশাপাশি মাইকিং করে সতর্কও করা হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায়। জেলা জুড়ে প্রশাসনিক মহলে শুরু তৎপরতা। দিঘা-মন্দারমণি সহ জেলার উপকূলবর্তী এলাকাতেও চলছে মাইকে প্রচার। মঙ্গলবার পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে সকলকে। যে সমস্ত মৎস্যজীবী ইতিমধ্যেই মাছ ধরতে গিয়েছেন, তাঁদের দ্রুত তীরে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

 

RELATED ARTICLES

Most Popular