কলকাতা, ২৫ এপ্রিল : টানা চার বছর আটকে থাকার পর এবার কি তাহলে হাওড়া এবং বালি পুরভোটের জট সত্যি সত্যি কাটতে চলেছে? রাজ্যের প্রথম সারির মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যকে কেন্দ্র করে এবার হাওড়ায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে পৌঁছেছে। রাজনৈতিক মহল আশা করছে, এবার হয়তো রাজ্যপাল দুই পুরসভার ভোট সংক্রান্ত বিল ছেড়ে দেবেন। তাই যদি হয় তাহলে আগামী মে মাসের শেষ সপ্তাহ কিংবা জুনের প্রথম দিকে হাওড়া এবং বালি পুরসভার ভোট হতে পারে। সেই কারণে এখন জোর কাজ শুরু করে দিয়েছে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলী।
রবিবার উত্তর হাওড়ায় ছিল ব্লক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সভা। সেই সবার উদ্বোধন করতে আসেন ফিরহাদ হাকিম। সেখানে তিনি মঞ্চে দাঁড়িয়ে রাজ্যপালের নাম না করে বলেন, হাওড়া এবং বালি পুরভোটের ফাইল আটকে রেখেছেন রাজভবনের’দাদু’। তিনি এখন আমাকে দেখা করতে বলছেন। নেত্রীর নির্দেশ দিলে আমি অবশ্যই দেখা করতে যাবো।
এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল মহল ভোটের আশা দেখতে পাচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে দীর্ঘদিন হাওড়া শহরের উন্নয়নমূলক কাজ হচ্ছিল না। শেষে বাধ্য হয়ে হাওড়া পুরসভায় প্রশাসক মন্ডলী তৈরি করে দেয় রাজ্য সরকার। চেয়ারম্যান করা হয় সুজন চক্রবর্তীকে। ভাইস চেয়ারম্যান করা হয় সৈকত চৌধুরী এবং দেবাংশু দাসকে।
আরও পড়ুন: West Bengal Weather Update: সূর্যদেবের অগ্নিচোখে জ্বলছে রাজ্য