skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeজেলার খবরBJP Howrah: বিজেপির নতুন কমিটি নিয়ে বিক্ষোভ হাওড়ায়, দল ছাড়লেন যুব নেতা

BJP Howrah: বিজেপির নতুন কমিটি নিয়ে বিক্ষোভ হাওড়ায়, দল ছাড়লেন যুব নেতা

Follow Us :

হাওড়া: বিজেপির (BJP) নতুন কমিটি নিয়ে জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ বেড়েই চলেছে। এবার বিক্ষোভ শুরু হল হাওড়া সদরের জেলা কমিটি নিয়ে। ওই কমিটিতে গোবিন্দ হাজরা এক নেতার অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি উঠেছে দলের অন্দরে। ক্ষোভে দল ছাড়লেন হাওড়া (Howrah) সদর বিজেপির যুব সহ সভাপতি অমিত ভট্টাচার্য।

আরও পড়ুন: Kalna News: ‘অপরাধ’ দুই কন্যা সন্তানের জন্ম দেওয়া, যৌনাঙ্গে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি গৃহবধূ

শুক্রবারই বিজেপির হাওড়া সদর জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। শুক্রবার বিকেল থেকেই প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার বালিতে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে দল ছাড়ার কথা জানান বিজেপির যুব নেতা অমিত ভট্টাচার্য। নতুন কমিটি গড়া নিয়ে তিনি তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শুভেন্দু বিজেপিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করছেন। যাঁরা প্রথম থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের বিজেপিতে ঠাঁই নেই। তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজেপির ওই যুবনেতা বলেন, ‘খুব শীঘ্রই দলের অন্দরে “শুভেন্দু হটাও, বিজেপি বাঁচাও” বলে আওয়াজ উঠবে। তৃণমূল থেকে ডাক এলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব’।

RELATED ARTICLES

Most Popular