Sunday, August 17, 2025
HomeCurrent NewsWB Civic Polls: নির্দল প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার...

WB Civic Polls: নির্দল প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে

Follow Us :

জলপাইগুড়ি: ওয়ার্ডটাকে ভালোবাসেন৷ ওয়ার্ডের উন্নয়নের কথা ভেবে পুরভোটে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মালবিকা ঘোষ (Malabika Ghosh)৷ বুধবার তাই গিয়েছিলেন মনোনয়নপত্র জমা দিতে৷ কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হল না৷ অভিযোগ, তাঁর মনোনয়নপত্র (Tore Up the Nomination Papers) ছিঁড়ে দেয় দুই তৃণমূল নেতা৷ মালবিকার অভিযোগ, তিনি প্রার্থী হলে তৃণমূল প্রার্থীর ভোট কমে যেত৷ সেই ভয়ে ওরা তাঁর মনোনয়নপত্র ছিঁড়ে দিয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ জানিয়েছে, মালবিকা নামে কাউকে তারা চেনে না৷

বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে৷ মালবিকা ঘোষের অভিযোগ, যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় এবং ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সন্দীপ ঘোষ তাঁর মনোনয়নপত্র ছিঁড়ে দিয়েছে৷ এমনকি তাঁকে মারধরও করে ওই দু’জন৷ হুমকি দেয়, ‘নির্দল থেকে কাউকে দাঁড়াতে দেব না৷’ ওখানে পুলিস ছিল৷ কিন্তু কেউ কোনও ব্যবস্থা নেয়নি বলে জানান মালবিকা ঘোষ৷

মালবিকা ঘোষের দাবি, তিনি কোনও দল করেন না৷ তৃণমূল-বিজেপি কারওর সঙ্গে যুক্ত নন৷ ১৪ নম্বর ওয়ার্ডকে ভালোবাসেন বলেই পুরভোটে প্রার্থী হতে চেয়েছিলেন৷ কিন্তু তৃণমূলের দুই নেতার জন্য তাঁর প্রার্থী হওয়া হল না৷ ফুঁসতে ফুঁসতে বলেন, ‘চোরের দল এরা৷ সারাজীবন ধরে এরকমই করে যাচ্ছে৷ আর টেকা যাচ্ছে না৷ আমাকে প্রার্থী হতে দিল না৷ আমি তো কোনও পার্টির থেকে দাঁড়াইনি৷ নির্দল হয়ে দাঁড়াতে চেয়েছিলাম৷ সেটাও করতে দিল না৷’

আরও পড়ুন: Coochbehar TMC: কোচবিহারে ২০টি ওয়ার্ড জিতে তৃণমূল নেত্রীকে উপহার দিতে চান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

যদিও মালবিকা ঘোষের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। যাঁর বিরুদ্ধে অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের সেই তৃণমূল প্রার্থী সন্দীপ ঘোষ দাবি করেন, তৃণমূল এমন কাজ করতেই পারে না । ওটা বিজেপির কাজ হতে পারে । একই সঙ্গে তিনি বলেন, “মালবিকা ঘোষ নামে কাউকে চিনি না । কোনও দিন দেখিনি । এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্য, অসত্য ।”

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23