skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeজেলার খবরস্বাধীনতা দিবসে গাজোলডোবায় ৭৫টি বোট নিয়ে বাইচ প্রতিযোগিতা সেনার

স্বাধীনতা দিবসে গাজোলডোবায় ৭৫টি বোট নিয়ে বাইচ প্রতিযোগিতা সেনার

Follow Us :

জলপাইগুড়ি:  দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫টি বোট নিয়ে বাইচ প্রতিযোগিতার আয়োজন করল সেনাবাহিনী।

শিলিগুড়ি লাগোয়া গজলডোবা ভোরের আলো প্রকল্পের সামনেই ঐতিহাসিক এই বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় সেনার তরফে।

তিস্তা ক্যানেলে সেনাবাহিনী সহ দেশ রক্ষার কাজে নিয়োজিত জওয়ানরা এই প্রতিযোগিতায়  অংশ নেয়।

আরও পড়ুন: মালদায় সড়ক দুর্ঘটনায় মৃত ৪

 

যারমধ্যে রয়েছে সিআরপিএফ, আই টি বি পি, বি এস এফ, এনসিসি আধা সেনাবাহিনী। এদিন এই বাইচ প্রতিযোগিতায় সেনাবাহিনীর শীর্ষ আধিকারিক সহ প্রতিটি বিভাগের পদস্থ কর্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাঙরা নৃত্য পরিবেশন করা হয় সেনার তরফে।

আরও পড়ুন: মাদক চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযানে সাফল্য, উদ্ধার ৫৫ কোটি টাকার মাদক

এই প্রতিযোগীতার মাধ্যমে যুবসমাজকে বার্তা দেন দেশ রক্ষায় এগিয়ে চলার। নিজেদের কাজে মনোযোগী হওয়া, সর্বোপরি তাদের প্রতিভাকে কাজে লাগানোর। স্বাস্থ্যসম্মত খাবার এবং সর্বোপরি নিয়মিত খেলাধুলা মনোযোগী হওয়ার ব্যাপারে পরামর্শ দেন সেনা বাহিনীর  শীর্ষকর্তারা।

RELATED ARTICLES

Most Popular