বালুরঘাট : প্রেমিকের বিয়ে হচ্ছে অন্য জায়গায়। সেই দুঃখে প্রেমিকের দেওয়া উপহার সামগ্রী প্রেমিকের বাড়িতে ফিরিয়ে দিতে গিয়ে লাঞ্ছনার শিকার হল ১৬ বছরের প্রেমিকা। এরপর অপমানে আত্মঘাতী হয় সে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের কালদিঘি এলাকায়।
মৃত কিশোরীর নাম আফরিনা খাতুন। কালদিঘী এলাকার বাসিন্দা আফরিনার সঙ্গে পাশের গ্রামের বাসিন্দা রিয়াজুল মিঞা নামে এক যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। আফরিনার বাড়ির সদস্যরা এই সম্পর্ক মেনে নিয়েছিলেন। কিন্তু বিয়ের বয়স না হওয়ায় আফরিনার বাড়ির সকলে তাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেন। তাঁদের কথা মতো সে পড়াশোনা করছিল। কিন্তু কিছুদিন আগে ওই রিয়াজুলের অন্যত্র বিয়ে হয়ে গেলে আফরিনা মনের দুঃখে রিয়াজুলের দেওয়া উপহারগুলি ফিরিয়ে দিতে প্রেমিকের বাড়িতে যায়। কিন্তু রিয়াজুলের বাড়ির সদস্যরা আফরিনকে অপমান করে বলে অভিযোগ উঠেছে। সেই অপমান সহ্য করতে না পেরে আফরিনা বুধবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন। বৃহস্পতিবার বালুরঘাট পুলিশ মর্গে তার দেহ ময়নাতদন্তের জন্য আনা হয়। আফরিনার পরিবারের তরফে এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে।