চোপড়া: এলাকা দখলের লড়াইয়ে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়ার ভদ্রকালী এলাকা। অভিযোগ, দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা চলানো হয় ছররা গুলি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী হয়েছিল?
গত এক বছর ধরে চা বাগানের আদিবাসী জমির দখলকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী। সোমবার রাত থেকে একই কারণে ফের গোলাগুলিতে গোবিন্দপুর অঞ্চলের ভদ্রকালী, বন্দিরাগছ, নিলাজি, কাজীগছ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় রাতেই কাজীগছ এলাকার একই পরিবারের পাঁচজন ছররা গুলিতে জখম হন।
এরপর গভীর রাতে আবারও শুরু হয় অশান্তি। বিপরীত পক্ষের আরও পাঁচজন গুরুতর জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। উত্তেজনার জেরে মঙ্গলবার সকাল থেকেই গোবিন্দপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় বেড়েছে পুলিসি টহলদারি। এই ঘটনায় গোটা এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। মুষ্টিমেয় দোকানপাট খুললেও খদ্দেরদের তেমন দেখা মেলেনি বললেই চলে।
আরও পড়ুন- Jyotipriyo Mallick: বালু মল্লিক জেলাকে শেষ করছে, মমতাকে নালিশ জানানোয় পিছু নিয়েছে পুলিস