ঝালদা: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ক্রমশই জাল গোটাচ্ছে সিবিআই। মঙ্গলবার এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও কয়েকজনকে তলব করল সিবিআই। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাতে ভিম তিওয়ারি ও শ্যামা পদ সাউয়ের নাম ছিল। শ্যামাপদ ও ভিম দুজনেই ১২ ওয়ার্ডের তৃণমুল নেতা ও কর্মী। শ্যামাপদ প্রাক্তন ওয়ার্ড কো-অর্ডিনেটর, তাঁর স্ত্রী রাগিণী সাউ পৌর নির্বাচনে ঝালদা ১২ নম্বর ওয়ার্ডের তৃণমুল কংগ্রেস প্রার্থী ছিলেন। তাঁদের প্রত্যেককেই মঙ্গলবার অস্থায়ী বেস ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
এদিন ধৃত নরেন কান্দুর প্রথম পক্ষের ছেলে সোনু কান্দুকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও এদিন নিহত তপনের ব্যবসায়ী বন্ধু চক্রধর চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। তলব করা হয় ঝালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালকেও। যদিও বিপ্লব ঝালদা শহরের বাইরে থাকায় হাজিরা দেন তাঁর স্ত্রী সুপর্ণা কয়াল। একইসঙ্গে ঝালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও প্রশাসক প্রদীপ কর্মকারকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন- Kaliyaganj Rape: কালিয়াগঞ্জে কিশোরী ধর্ষণে দোষীর মৃত্যুদণ্ডের দাবি তুললেন জেলা তৃণমূল নেত্রী
একই সঙ্গে তপন কাণ্ডের অন্যতম সাক্ষী নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেশ খানিকটা তদন্ত এগোয় সিবিআই। এদিন নিরঞ্জনের সুইসাইড নোট ও হাতের লেখা নোট সিজ করে সিবিআই। সূত্রের খবর সেগুলির ফরেনসিক তদন্ত করা হবে।