কাটোয়া: কাটোয়া মহকুমা আদালত চত্বরে আইনজীবীদের অবস্থান বিক্ষোভ জারি রয়েছে মঙ্গলবারও। বিক্ষোভের দ্বিতীয় দিনেও আইনজীবীদের হুমকি, দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য তাঁরা কোর্টে কোনও মামলায় অংশ নেবেন না।
বেশ কিছুদিন ধরেই কাটোয়া মহকুমা আদালতের আইনজীবীরা অভিযোগ করে আসছেন, তাঁদের কোর্ট অফিসারের মর্যাদা দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই এই ইস্যুতে গত ১৫ দিন ধরে আইনজীবীরা আদালত বয়কট করছেন। পাশাপাশি চলছে বিক্ষোভও।
আইনজীবীদের দাবি, আদালতে তাঁদের প্রতি সম্মানজনক আচরন করতে হবে। অবিলম্বে চতুর্থ জেএমকে কাটোয়া কোর্ট থেকে বদলি করতে হবে। তৃতীয়ত, বিচারপ্রার্থীদের সঠিক এবং সুষ্ঠু বিচার দিতে হবে। এই তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য তাঁরা চারটি কোর্ট বয়কট চালিয়ে যাচ্ছেন।
আইনজীবীদের আচমকা বিক্ষোভ-আন্দোলনের জেরে সোমবার কাটোয়া আদালতে বিচার প্রক্রিয়া থমকে যায়। বিপাকে পড়েন দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা। কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে, তাও তাঁরা বুঝতে পারছেন না।
আরও পড়ুন: Calcutta High Court: আনিসের বাবার বিতর্কিত মন্তব্য, আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর
কলকাতা হাইকোর্টেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বয়কটের হুমকি দিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিল বার অ্যাসোসিয়েশন। তাদের দাবি ছিল, ওই বিচারপতির বিষয় বদল করতে হবে। তা না হলে আইনজীবীরা তাঁর এজলাসে হাজির থাকবেন না। এর আগেও তাঁরা প্রধান বিচারপতিকে এ ব্যাপারে চিঠি দিয়েছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। এই অবস্থায় তিনি পদক্ষেপ না করলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করা ছাড়া উপায় থাকবে না।