Friday, August 8, 2025
Homeকলকাতার কুরসি-২০২১BJP Agitation: কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির

BJP Agitation: কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির

Follow Us :

কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) বেনিয়মের অভিযোগ তুলল বিজেপি। তাদের দাবি, পুরভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে। আর সেই কারণেই দুপুর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় সরব হয়ে বিক্ষোভ দেখিয়েছে রাজ্য বিজেপি। কোথাও চলেছে পথ অবরোধ, আবার কোথাও বিক্ষোভ।

মালদহ: কলকাতা পুরসভার ভোটে বোমাবাজি বুথ দখল-সহ ভোট দানে বাধা দেওয়ার অভিযোগে মালদহ জেলা বিজেপি ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মী সমর্থকদের। বিক্ষোভ ছাড়াও পুরভোটে সন্ত্রাসের অভিযোগে মুখ্যমন্ত্রী এবং রাজ্য নির্বাচন কমিশনের কুশপুতুল দাহ করা হয়। প্রায় আধ ঘন্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের পর সুকান্ত মোড় থেকে পুলিশ অবরোধ তুলে দেয়।

৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ

পুরুলিয়া: কলকাতা পুর নির্বাচনে ভোট লুটের প্রতিবাদে রবিবার পুরুলিয়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলে। শহরের মূল কেন্দ্র ট্যাক্সি স্ট্যান্ডে বিকেল সাড়ে চারটা পুরুলিয়া শহর মণ্ডল সভাপতির নেতৃত্বে এই বিক্ষোভ হয়। তাদের অভিযোগ, ত্রিপুরায় তৃণমুল কংগ্রেস আতস কাচের সাহায্যে গণতন্ত্র খুঁজে বেড়ায়। আর পশ্চিমবঙ্গের তৃণমূল হিংসা চালায়।

পুরুলিয়ায় বিক্ষোভ

দুর্গাপুর: কলকাতা পুরসভা নির্বাচনে বেনিয়মের অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল বিজেপি। এদিন দুর্গাপুরে পেয়ালা গ্রামের কাছে দুই নম্বর জাতীয় সড়কের দুই দিক প্রায় ১৫ মিনিট ধরে অবরোধ করে রেখেছিল বিজেপির কর্মী-সমর্থকেরা। আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় নেতৃত্বে বিভিন্ন থানার ওসি-সহ পুলিশকর্মীরা এই অবরোধ নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে, অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় দুই নম্বর জাতীয় সড়কে।

দুর্গাপুরে বিক্ষোভ

 বনগাঁ: কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল সরকার, এবং পুলিশ গণতন্ত্রের নামে প্রহসন চালাচ্ছে এই অভিযোগ করে রবিবার উত্তর ২৪ পরগনা জেলার হাবরা এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় যশোর রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ কলকাতা পুরসভা যথাযথভাবে পৌর নির্বাচন হয়নি। তারই প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিল। এর জেরে প্রায় আধ ঘন্টা যশোর রোড অবরোধ চলে।

বনগাঁয় বিক্ষোভ

মেদিনীপুর: কলকাতা পৌরসভার ভোটকে কেন্দ্র করে গোলমাল। এছাড়াও ও প্রাক্তন কাউন্সিলর মিনা দেবী পুরোহিত শ্লীলতাহানি এবং বোমাবাজির  প্রতিবাদে রবিবার মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে পথ অবরোধ করে বিজেপি। শহর ও জেলা বিজেপি নেতৃত্বরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।

মেদিনীপুরে বিক্ষোভ

জেলায় জেলায় বিক্ষোভ ছাড়াও রবিবার পুরভোট নিয়ে একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির একটি প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এসেই শুভেন্দু (Suvendu Adhikari) হুমকির সুরে বলেন, ‘ছাপ্পা ভোট, বুথ জ্যাম, সিসিটিভি কাগজ গিয়ে মুড়িয়ে দেওয়ার ১৫০ থেকে ২০০টি ফুটেজ আমার কাছে রয়েছে। আগামী ২৩ তারিখ পুরো নথি সহ এই সব তুলে দেব।’ একই সঙ্গে তিনি ফের পুরসভা (KMC Election 2021) ভোটের দাবিও তুলেছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযান নিয়ে সাংবাদিক সম্মেলন, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | আরজি কর-কাণ্ডের এক বছর
51:19
Video thumbnail
Priyanka Gandhi | তদন্ত করা হয়েছে? নির্বাচন কমিশন নিয়ে বি/স্ফো/রক প্রিয়াঙ্কা গান্ধী
05:31:36
Video thumbnail
Narod Narod (নারদ নারদ) | ভোটার তালিকা SIR নিয়ে অভিযোগ, অভিযোগে সরব তৃনমূল কাউন্সিলর
27:44
Video thumbnail
Colour Bar | এবার কলকাতায় কোন কাণ্ড?
09:16
Video thumbnail
Subrata Bakshi | সব বিধায়ক, সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন সুব্রত বক্সি
03:38
Video thumbnail
Uttar Pradesh | হাত পাখা ও টর্চেই ভরসা সরকারি হাসপাতালের! এ কী করুণ অবস্থা যোগী রাজ্যের
01:51
Video thumbnail
Calcutta High Court | অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযানের মামলায় কোনও নির্দেশ দিল না হাইকোর্ট
02:09
Video thumbnail
Indian Railway | যাত্রীদের প্রাক স্বাধীনতা উপহার, শিয়ালদহ-রানাঘাট রুটে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন
02:49
Video thumbnail
High Court | রা/ইফে/ল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে হাইকোর্টে অলিম্পিয়ান জয়দীপ
02:37