Thursday, August 14, 2025
Homeজেলার খবরসেবকে ধস, বন্ধ শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের যোগাযোগ ব্যবস্থা

সেবকে ধস, বন্ধ শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের যোগাযোগ ব্যবস্থা

Follow Us :

সেবক : বুধবার রাতে সেবকের কাছে ধস নামার ফলে বন্ধ হয়ে যায় ১০ নং জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সেবক করোনেশন ব্রিজ পার করার পরেই রাস্তার উপর ধস নামে। সেনাবাহিনী ও পূর্ত দফতরের কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু করে দিয়েছেন। তবে রাস্তার যে অংশে এই বিশাল ধসটি নামে তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করতে রাত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : সেবক-রংপো টানেলে ধস, মৃত ২

 

রাস্তার দু’পাশে বহু যানবাহন আটকে রয়েছে এবং বেশ কিছু গাড়িতেও পর্যটকরা আটকে পড়েছেন। ধসকে উপেক্ষা করে অটো নিয়ে ওই এলাকা পারাপারের সময় পাথরের চাঁই ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছেন ২ জন। তাদেরকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাহাড় ভেঙে বড় বড় পাথরের চাঁই পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। সেই পাথর সরানোর কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী ও পূর্ত দফতরের কর্মীদের। পাথরগুলোকে ভেঙে তারপর সরাতে হচ্ছে। যার ফলে রাস্তা সচল করতে কতটা সময় লাগবে সেটা তারা এই মুহূর্তে জানাতে পারছেন না। তবে নতুন করে বৃষ্টি না আসলে বা আবারও ধস না নামলে, রাতেই রাস্তা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular