তমলুক : তমলুক (Tamluk) জেলা আদালত ভবনে আইনজীবীদের বসার জায়গা নেই। যার প্রতিবাদে জেলাজুড়ে তিনদিনের কর্মবিরতির ডাক দিলেন আইনজীবীরা।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কোর্টের নতুন ভবনের উদ্বোধন হয়। কিন্তু তারপরই দেখা যায়, ভবনের আইনজীবীদের কোনও বসার জায়গার ব্যবস্থা করা হয়নি। আইনজীবীরা অস্থায়ী বসার ব্যবস্থা করলে জেলার বিচারক গোপাল কর্মকার নিজে গিয়ে সব চেয়ার টেবিল সরিয়ে দেন। এমনকী বেশকিছু অস্থায়ী সেরেস্তা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ আইনজীবীদের। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে আইনজীবীরা তমলুক কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং জেলাজুড়ে কর্মবিরতির ডাক দেন। তাঁদের সমর্থনে হলদিয়া আদালত এবং কাঁথি আদালতের আইনজীবীরাও কর্মবিরতি পালন করছেন।
আরও পড়ুন : তমলুকে আদালত ভবন উদ্বোধনের দিনেই আইনজীবীদের বিক্ষোভ