আসানসোল: ফের বেসুরো আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফিরতেই তাৎপর্যপূর্ণ টুইট করলেন জিতেন্দ্র। কোনও দলের নাম না নিলেও আসানসোলের প্রাক্তন মেয়রের নিশানায় যে বিজেপি, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি টুইটের ভাষাই বলে দিচ্ছে, আকারে-ইঙ্গিতে আসলে জিতেন্দ্র তৃণমূলের প্রশংসা করতে চেয়েছেন।
রবিবার জিতেন্দ্র তিওয়ারি টুইটে লেখেন, ‘বাংলা জিততে চান, তবে বাংলার মানুষের মনকে জয় করতে হবে।’ এই টুইট নিয়েই শোরগোল রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘বাংলা জয় করতে হলে আগে বাংলার মানুষের মন জয় করতে হবে। এটাতে বিতর্কের কিছু নেই। এটা তো সত্যি যে কোনও রাজ্য জয় করতে হলে আগে সেই রাজ্যের মানুষের মনকে জয় করতে হবে।’
Want to win Bengal?
Let us win the hearts of the people of Bengal!!— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) May 8, 2022
জিতেন্দ্রর এই টুইট প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, ‘এটা জিতেন্দ্র বলেছেন, তা জেনে খুব ভালো লাগছে। দেরিতে হলেও ও বলছে। আর জিতেন্দ্রর কথা আমরা ১০০ ভাগ সমর্থন করছি। এটা ঠিক যে মানুষের মনকে জয় করতে হবে। মানুষের মন জয় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার হৃদয় জয় করেছেন কাজের মধ্য দিয়ে।’