skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeজেলার খবরতৃণমূলের মহিলা উপপ্রধানকে বিবস্ত্র করে মারধর, অভিযোগের তির বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে

তৃণমূলের মহিলা উপপ্রধানকে বিবস্ত্র করে মারধর, অভিযোগের তির বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে

অভিযোগ অস্বীকার বিজেপির

Follow Us :

মালদা: তৃণমূলের প্রাক্তন মহিলা উপপ্রধানকে বাড়িতে ঢুকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্য সহ দলবদলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য মালদহের মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের রতনটোলা এলাকায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের প্রাক্তন মহিলা উপপ্রধান। পরিবারের অভিযোগ, তৃণমূল করার কারণেই ভোট পরবর্তী এই হামলা। ঘটনায় অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য ভাস্কর মন্ডল সহ তার দলবলের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার বিজেপির।

আহত তৃণমূলের প্রাক্তন মহিলা উপপ্রধানের নাম বাপি সাহা।তার স্বামী বলাই সাহা। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত ধরমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্বে ছিলেন মহিলা বাপি সাহা। আবার ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত এই পঞ্চায়েতেরই উপ প্রধানের দায়িত্বে ছিলেন এই মহিলার স্বামী বলায় সাহা। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনের তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। তৃণমূলের সাথে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। আর ভোটের সময় থেকে বিজেপির আক্রোশ বলে অভিযোগ। বারংবার বিভিন্ন রকম হুমকিও দেওয়া হচ্ছিল এই তৃণমূল কর্মীর পরিবারকে। এমনকি বিজেপি ভোটে জিতলে ঘরছাড়া করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিজেপির লোকেরা। রবিবার বাড়িতে একাই ছিলেন মহিলা বাপি সাহা। অভিযোগ তখনই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য ভাস্কর মন্ডল ও তার দলবল বাড়িতে ঢুকে মহিলার ওপর চড়া হয়।ব্যাপকভাবে মারধর করা হয়। বাড়ি থেকে পালনদের চেষ্টা করলে রাস্তায় ফেলেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা গুরুতরহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য ভাস্কর মন্ডল সহ তার দলবর্ণের বিরুদ্ধে অভিযোগ দয়া করেছেন তৃণমূলের প্রাক্তন উপ প্রধানের পরিবার।

তবে গোটা ঘটনায় জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি জানান, যমুনা সরকার দুষ্কৃতী ওদের তার ওপর তাদের উপরে কিভাবে বিজেপি আক্রমণ করবে। বরঞ্চ বিজেপির লোকেদের উপর বিভিন্ন রকম হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন বলে দাবি করেন তিনি। ঘটনায় বিজেপির লোকজনকে মারধর করা হয়েছে। তাদের তরফে পুলিশ অভিযোগ করা হয়েছে বলে দাবি।

RELATED ARTICLES

Most Popular