বহরমপুর:- পুত্র সন্তান জন্ম দিয়ে হাতে এল কন্যা সন্তান। অপারেশনের সময় পুত্র সন্তান হওয়ার কথা জানানো হলেও পরে তা অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই বিস্ফরক অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনার কিছুক্ষনের মধ্যেই শনিবার হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা।
পরিবারের অভিযোগ, গতকাল নবগ্রাম থানার অন্তর্গত গোপগ্রাম ভিটিপাড়ার প্রতুল চন্দ্র ঘোষের স্ত্রী সীমা ঘোষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতালের মাতৃ মা বিভাগে এক সন্তানের জন্ম দেন । অপারেশনের সময় কর্তব্যরত নার্সরা প্রথমে ওই প্রসূতির পুত্র সন্তান হয়েছে বলে জানায়। কিন্তু কিছুক্ষণ পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে সীমা ঘোষের পুত্র সন্তান হয়নি , কন্যা সন্তান হয়েছে । এরপরই সীমার স্বামী সহ আত্মীয়-স্বজনরা হাসপাতালে এসে প্রতিবাদ শুরু করে।
পরিবারের দাবি, ওই কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান দিতে হবে । আর ওই কন্যাসন্তানের ডিএনএ টেস্ট করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই সীমার পরিবার হাসপাতালের সুপারেনটেনডেন্টের বিরুদ্ধে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনায় হইচই পড়লে হাসপাতাল চত্বরে এসে উপস্থিত হয় পুলিস। এর পরে পুলিসি আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন Sabang: বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিস, সবংয়ে গ্রেফতার ৬ দুষ্কৃতী