আলিপুরদুয়ার: মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার তৃণমূলের কর্মিসভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাকে ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে সাজসাজ রব। সোমবার বিকেলেই জেলায় পৌঁছে গিয়েছেন নেত্রী। এদিন সকাল থেকে সভায় ভিড় জমাতে গলদঘর্ম জেলা নেতৃত্ব। যদিও তাঁদের তৎপরতাকে উপেক্ষা করেই সকাল থেকে প্যারেড গ্রাউন্ডে দলে দলে আসতে শুরু করেছেন কর্মীরা।
আরও পড়ুন: Weather Updates: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা ও দক্ষিণবঙ্গে কবে?
দুপুর ১২টায় হেলিকপ্টারে চেপে তৃণমূল নেত্রী কর্মী সম্মেলনে যোগ দেবেন। ইতিমধ্যেই জেলা শহরে মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক উপস্থিত হয়েছেন। কিন্তু শিক্ষা রাষ্ট্রমন্ত্রী পরেশ অধিকারী সভায় যোগ দেবেন কি না সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। বিষয়টি ধামাচাপা দিতে কর্মিসভায় কেবলমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কর্মী ও নেতাদের ডাকা হয়েছে বলে সূত্রের খবর। দলীয় সূত্রে জানা গিয়েছে, পরেশের উপস্থিতি নিয়ে অস্বস্তি এড়াতে চাইছেন খোদ দলনেত্রী। তাই কোচবিহারের জেলা নেতৃত্বকে সভায় ডাকাই হয়নি।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশচিক বরাইক বলেন, এদিন সকাল থেকে আবহাওয়া ভালো আছে। মুখ্যমন্ত্রী সভায় লাখখানেকেরও বেশি কর্মীর ভিড় হবে বলে তিনি দাবি করেন। তবে সভায় বিতর্কিত মন্ত্রী পরেশ অধিকারী থাকবেন কিনা, এই প্রশ্নের জবাবে প্রকাশ বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।