ডায়মন্ড হারবার : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বরিয়া বাজারের কাছে একটি জলের পাম্পের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম ওয়াসিম আক্রম সর্দার, বয়স ৩২। তিনি ছিলেন মনীষা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন : প্রেমের ফাঁদ! উত্তর প্রদেশ থেকে উদ্ধার ডায়মন্ড হারবারের তরুণী
ডায়মন্ড হারবার রায় নগর রেল গেটের কাছে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন ওয়াসিম আক্রম। মঙ্গলবার রাতে টিউশন করে বাড়িতে ফিরছিলেন তিনি। তারপর রাতে আর বাড়িতে না আসায় আশেপাশে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। বুধবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে ওয়াসিমের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ডায়মন্ড হারবারের বরিয়া বাজারের কাছে রাস্তার ধরে ওয়াসিমের মৃতদেহ পড়েছিল বলে জানান তাঁরা। খবর দেওয়া হয় ওয়াসিম আকরামের পরিবারকে। ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাড়ির লোকজনের অভিযোগ, পরিকল্পিত ভাবে ওয়াসিকে খুন করা হয়েছে। তবে খুন না পথদুর্ঘটনা, খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।