Tuesday, August 5, 2025
Homeজেলার খবরনদীতে ট্রাক্টর উল্টে মৃত ২ কিশোর, গুরুতর আহত চালক 

নদীতে ট্রাক্টর উল্টে মৃত ২ কিশোর, গুরুতর আহত চালক 

Follow Us :

আলিপুরদুয়ার: মাঝ নদীতে ট্র্যাক্টর উল্টে গিয়ে মর্মান্তিক দূর্ঘটনা। জানা গিয়েছে, ঘটনায় মৃত মোহন মুন্ডা(১২) ও দীপক মুন্ডা (১২) নামের দুই কিশোর। দু’জনেই ক্লাস ফাইভের ছাত্র। ঘটনাটি ঘটেছে, বুধবার আলিপুরদুয়ারের মাদারিহাট থানার মধ্য রঙালিবাজার এমএলএ বাজার সংলগ্ন জাহাডি পাড়ার ইকতি নদীতে। ঘটনাস্থলে পৌঁছয় মাদরিহাট থানার পুলিশ। 

 

জানা গিয়েছে, দিনভর ধানের জমিতে চাষ করার পর নদীর পাশে ট্র্যাক্টরটি ধোয়ামোছা করছিলেন স্থানীয় এলাকার চালক বিপ্লব রায়। সে সময় নদীর ধারেই এক মাঠে খেলছিল নয় জন কিশোর। তদন্তে উঠে এসেছে যে, ট্র্যাক্টরটি নিয়ে ফেরার সময় চালক পরিচিত হওয়ার দরুন ওই নয় কিশোর চালকে ট্র্যাক্টরে চড়ার বায়না ধরে উঠে পড়ে। চড়াই-উতরাই নদীর ধার দিয়ে ফেরার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। ট্র্যাক্টরটি ইকতি নদীতে আচমকা উল্টে যায় বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন:মিছিলকে ঘিরে কটুক্তি, পার্টি অফিস জ্বালিয়ে দিল আদিবাসীরা 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনা দেখা মাত্রই আশেপাশের উপস্থিত থাকা জনতা ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগায়। ট্র্যাক্টরের তলায় চাপা পড়া দুই কিশোর ও চালককে তড়িঘড়ি বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। চালক বিপ্লব রায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার খবর গ্রামে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 স্থানীয় বাসিন্দা অনিতা ওরাও বলেন, আমরা এই মর্মান্তিক মৃত্যু কিছুতেই মানতে পারছি না। অনেকে আবার ট্র্যাক্টর চালকের গাফিলতির দিকে আঙুল তুলতে শুরু করেছেন। নদীতে উল্টে যাওয়া ট্র্যাক্টরটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39