Tuesday, August 5, 2025
Homeজেলার খবরনয়াচরে শিল্প-বিকাশ ঘটাতে উচ্চপর্যায়ের বৈঠক

নয়াচরে শিল্প-বিকাশ ঘটাতে উচ্চপর্যায়ের বৈঠক

Follow Us :

তমলুক: হাওড়ার (Howrah) প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার হলদিয়ার (Haldia) নয়াচরে শিল্পবিকাশের কথা বলেন। সেই ঘোষণার পর অতিরিক্ত মুখ্যসচিব সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা পরিদর্শন করে গিয়েছেন প্রাথমিকভাবে। মুখ্যসচিবের কাছে সার্ভে রিপোর্ট জমা করার আগে মঙ্গলবার সেচ ও জলপথ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra), মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri), জেলাশাসক পূর্ণেন্দু মাজী সহ অন্য আধিকারিকদের নিয়ে বৈঠক হয়৷

অন্যদিকে, একদল আধিকারিক নয়াচরে হাজির হন। তাঁরা সেখানে রাত্রিবাস করবেন বলেও জানা গিয়েছে। গত ২৪ নভেম্বর রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্য সরজমিনে নয়াচর ঘুরে গিয়েছেন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসন এবং অন্য দফতরের অফিসাররা। ১১ তারিখ জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই প্রকল্পের জন্য রিপোর্ট পাঠানো হয় নবান্নে। রাজ্য সরকার নয়াচরে ওই প্রকল্প রূপায়ণে সবুজ সঙ্কেত দিতেই তৎপর হয়েছে জেলা প্রশাসন।

নয়াচরে মোট ১২ হাজার একর জমি রয়েছে। তার মধ্যে প্রায় দেড় হাজার একর জমি কলকাতা পোর্ট-নয়াচর ট্রাস্টের। বাকি জমি ভূমি দফতরের অধীনে রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাঁচ হাজারের বেশি মানুষ ওই এলাকায় মাছ চাষের সঙ্গে জড়িত। সম্প্রতি নয়াচরে সমবায়ের মাধ্যমে মাছচাষে যুক্ত ১২টি সোসাইটির কর্মকর্তা তমলুকে জেলা পরিষদে এসে মন্ত্রী সৌমেন মহাপাত্র , মৎস্যমন্ত্রী , জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকারের প্রকল্প রূপায়ণে যাতে তাঁদের রুজিরুটিতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , এই মুহূর্তে ১২ হাজার একর জমির মধ্যে পরিকাঠামো উন্নয়ন, মাছ চাষ, ইকো পার্ক তৈরি করতে, কোথায় কতটা জমি লাগানো হবে, তা নিয়ে সমীক্ষা হবে। ফিশিং হাব, ইকো ট্যুরিজম, সোলার প্ল্যান্ট, রাস্তাঘাট প্রভৃতি তৈরি হবে। ওই প্রকল্প রূপায়িত হলে নয়াচরে পর্যটকদের আনাগোনা বাড়বে। মীনদ্বীপকে ঘিরে কর্মসংস্থান তৈরি হবে।

আরও পড়ুন : ১০ বছরে অন্তঃসত্ত্বা, ১৩ তে বাবা! বিদ্যাসাগরের জেলায় শিক্ষা-স্বাস্থ্যের হাল ফেরাতে লড়ছেন দুই শিক্ষক

চারটি সার্ভে টিম গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দিব্যা মুরুগেসন ওই চারটি টিমের কাজ তদারকি করবেন। এছাড়াও টিমের প্রধান হয়েছেন জেলা পরিকল্পনা অফিসার, যুগ্ম প্রধান হয়েছেন হলদিয়া উন্নয়ন সংস্থার নির্বাহী আধিকারিক, অ্যাসোসিয়েট অফিসার হয়েছেন সুতাহাটার বিডিও, ওই ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিসার এবং মৎস্য দপ্তরের সহ অধিকর্তা (প্রশাসন)। ওই টিমের অধীনে মোট চারটি সার্ভে টিম নয়াচরে কোথায় কতটা জমি রয়েছে, তা নিয়ে ফিল্ড সার্ভে করবে। মঙ্গলবার থেকেই তাদের কাজে নিয়োগ করা হচ্ছে।

এদিকে, জেলার দুই মন্ত্রী, জেলাশাসক ও প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন৷ সেই বৈঠকেও হলদিয়ার নয়াচরে প্রকল্পগুলিকে রূপায়িত করা যায়, তা নিয়ে আলোচনা হয়। জেলার দুই মন্ত্রী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে দ্রুত বাস্তবায়িত করার লক্ষ্যে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
RG Kar Incident | আরজি কর নি/র্যা/তিতার পরিবারের মামলা মুলতুবি, শুনানি কবে?
01:42:51
Video thumbnail
Trump-Modi | ট্রাম্পের হু/ম/কিই সার, রাশিয়া থেকে তেল কিনছে ভারত! ট্রাম্প-মোদি সম্পর্কে ফাটল ধরবে?
02:46:16
Video thumbnail
Aadhar Update | ব্লক করা হল ১ কোটি আধার! কেন? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
03:58:07
Video thumbnail
Bangla Bolche | TMC | 'ভাষা আন্দোলনের সূচনা হয়ে গেছে'
01:30
Video thumbnail
Bangla Bolche | CPM | 'বাংলা ভাষাকে অপমান বিজেপির সু-পরিকল্পিত'
01:41
Video thumbnail
Bangla Bolche | BJP | ভাষার আড়ালে কী চলছে?
03:16
Video thumbnail
Politics | ভালো লোক নীতীশকুমার পাপ্পু যাদব বললেন এবার
03:40
Video thumbnail
Politics | কর্ণাটকের মন্দির চত্বরে দে/হাংশ মিলল এইবারে
04:47
Video thumbnail
Russia | ৮৭-র প/রমা/ণু চুক্তি থেকে বেরিয়ে এল রাশিয়া! প/রমা/ণু যুদ্ধ কবে? দেখুন স্পেশাল রিপোর্ট
07:07
Video thumbnail
Politics | রাষ্ট্রপতির আলাদা আলোচনা রাজনৈতিক মহলে জল্পনা
05:23

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39