জলপাইগুড়ি: শুরু হল জলপাইগুড়ির একটি পরিবেশ প্রেমী ও ট্রেকার্স(Mountaineering) ক্লাবের উদ্যোগে বার্ষিক প্রকৃতি পাঠ এবং পর্বতারোহণ (Jalpaiguri Mountaineering) প্রশিক্ষণ শিবির। জেলার পাথরঝোড়ার লেতিখোলাতে হচ্ছে ক্যাম্পটি। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বন বিভাগ, স্বাস্থ্য দফতর এবং পাথরঝোড়ার একটি চা কোম্পানির সহযোগিতায় আয়োজন করা হয়েছে ক্যাম্পটি।
ছয় দিনের এই শিবিরে ট্রেকিং,, রক ক্লাইম্বিং,, রেপেলিং, জুমার, ক্লাইম্বিং, সোলো, ক্যাম্পিং, সার্ভাইভাল, রিভার ক্রসিং,, ফায়ার এন্ড শেল্টার মেকিং,, ট্রেজার হান্ট এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের(Mountaineers) হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন অভিজ্ঞ পর্বতারোহী ও পরিবেশবিদ’রা।

এই ক্যাম্পে জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০ জন শিক্ষার্থী শিবিরে অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ৩০ জন মহিলা এবং সংস্থার ২৫ জন প্রশিক্ষক বলে জানিয়েছেন ক্যাম্পের মুখ্য প্রশিক্ষক এবং বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস। ক্যাম্পটির উদ্বোধন করেন জলপাইগুড়ির পুলিস সুপার দেবর্ষি দত্ত ও মাল মহকুমা শাসক পীযূষ সালুংকে।
আরও পড়ুন Nolen Gur Tube: মমতার ভাবনার ফসল নলেন গুড়ের টিউবের চাহিদা বেড়েছে