বহরমপুর: প্রাক্তন স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টা। ডলি বিবি নামে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ৬ মাস আগে ডলির বিবাহ বিচ্ছেদ হয়। তাঁর প্রথম পক্ষের স্বামীর নাম আমজাদ হোসেন। এরপর কালু শেখ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন।
অভিযোগ, ডলি বিবিকে নদিয়া জেলার থানারপাড়া এলাকা থেকে মারুতি গাড়ি করে অপহরণ করে তাঁর প্রাক্তন স্বামী ।এরপর নওদা থানার আমতলা রায়পুরে এক আত্মীয়ের বাড়িতে রাখা হয় । বৃহস্পতিবার ভোরে ডলি ও তাঁর মাকে বাড়ি পাঠানোর নাম করে ঘাটের দিকে নিয়ে যায় আমজাদ শেখ ও তার দলবল।
এরপর সুযোগ বুঝে রাস্তার মধ্যে ডলিকে ছুরি দিয়ে বুকে পেটে আঘাত করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে এলাকার লোক ছুটে আসতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করেছে পুলিস। আমজাদ-সহ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন – সুরজিৎকে তৃণমূলে নেওয়া নিয়ে ফেস্টুন-পোস্টার হাওড়ায়