Sunday, August 3, 2025
Homeজেলার খবরBalurghat Municipality: জেলা সভাপতির দেওয়া নামেই সীলমোহর, বালুরঘাট পুরসভায় নিয়োগ নতুন এমআইসি

Balurghat Municipality: জেলা সভাপতির দেওয়া নামেই সীলমোহর, বালুরঘাট পুরসভায় নিয়োগ নতুন এমআইসি

Follow Us :

বালুরঘাট: বালুরঘাট শেষমেষ বালুরঘাট পুরসভার এমআইসি নিয়োগ নিয়ে শেষ হাসি হাসলেন জেলা তৃনমূল সভাপতি উজ্জ্বল বসাক। নিজের জেদ থেকে পিছু হটতে বাধ্য হলেন পুরসভার পুরপ্রধান অসিত মিত্র। জেলা সভাপতির দেওয়া নামেই রাজ্য নেতৃত্ব অনুমোদন পেল। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর হলেন বিপুল কান্তি ঘোষ, মহেশ পারেখ এবং অনোজ সরকার।

সোমবার থেকে বুধবার টানা তিনদিন এমআইসি নিয়োগ নিয়ে নিজের সিদ্ধান্ত অটল ছিল পুরসভার পুরপ্রধান অসিত মিত্র। অন্যদিকে, তৃনমূলের জেলা থেকে রাজ্য নেতৃত্বকেও এই নিয়ে সমস্যার সামনে পড়েছিল। বুধবার সংবাদমাধ্যমের কাছে নিয়োগের বিষয় নিয়ে পুরপ্রধান পুরমন্ত্রী ববি হাকিমের নির্দেশকে নিজের সিদ্ধান্তে স্থির থেকেও পিছু হটতে হল তাঁকে।

আরও পড়ুন: Visva Bharati: মৃত ছাত্রের দেহ নিয়ে বিক্ষোভ বিশ্বভারতীতে

দক্ষিন দিনাজপুর জেলার তৃনমূলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক শশি পাঁজা বুধবার বিষয়টি জানতে পেরেই সন্ধ্যায় রাজ্য নেতৃত্বর সঙ্গে কথা বলেন। যদিও সে সময় তৃনমূল নেত্রী থেকে পুরমন্ত্রী পার্ক সার্কাসে কলকাতা পুরসভার দ্বারা আয়োজিত ইফতার পার্টিতে ব্যাস্ত ছিলেন। পরে রাত সাড়ে ৮টা নাগাদ পুরসভার পুরপ্রধানকে অবিলম্বে তাঁর সিদ্ধান্ত বাতিল করে জেলা নেতৃত্বকে পাঠানো তালিকা থেকে নতুন এমআইসি নিয়োগের কড়া নির্দেশ দেওয়া হয় বলে জেলা তৃনমূলের একাংশের সূত্রে জানা গেছে।

অবশেষে বৃহষ্পতিবার নিজের আগের নিয়োগ তালিকা বাতিল করে জেলা তৃনমূল সভাপতির তালিকাতেই সীলমোহর দিতে বাধ্য হলেন বালুরঘাট পুরসভার নবনিযুক্ত পুরপ্রধান অসিত মিত্র।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39