জলপাইগুড়ি : এবার থেকে শুধু উইক এন্ডে নয়, ভিস্তা ডোম চলবে সপ্তাহের ৭ দিন। গত ২৮ আগস্ট নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত শুরু হয়েছিল উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ভিস্তাডোম ট্রেন পরিষেবা। ঘটা করে উত্তর পূর্ব সীমান্তের রেলওয়ের পক্ষ থেকে এই ট্রেনের উদ্বোধনের পর থেকেই সপ্তাহে তিনদিন করে চলতো ভিস্তাডোম কোচ যুক্ত এই ট্রেন।
আরও পড়ুন : ২৮ অগস্ট থেকে ডুয়ার্সে চলবে ভিস্তা ডোম
উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এই ভিস্তা ডোম। ডিসেম্বর মাস পর্যন্ত এই ভিস্তা ডোমের টিকিট প্রায় নিঃশেষিত। আর কয়েক দিন বাদেই পুজো। এই সময় ডুয়ার্সে পর্যটকদের ভিড় বাড়বে। কিন্তু ভিস্তা ডোমের পর্যাপ্ত টিকিট আর নেই। তাই পর্যটকদের চাহিদা এবং পর্যটন ব্যবসায়ীদের দাবি মেনে পুজোর দিন গুলোতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। আগামী ৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রোজই পাওয়া যাবে ভিস্তা ডোম পরিষেবা। পর্যটকদের চাহিদা থাকলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।