কলকাতা টিভি ওয়েব ডেস্কঃ হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে অচেনা নম্বরের ভিডিও কল রিসিভ করলেই এই ফাঁদে (Sextortion) পড়তে পারেন যে কেউ।কয়েক সেকেন্ডের নগ্ন (Nacked Video Chat) ভিডিয়ো (Sex Video Call) দেখানোর পরেই শুরু হয় ব্ল্যাকমেল (Black Mail)।ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অথবা টুইটারের মত সোশাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকার দাবি করেন এই ধরনের সাইবার অপারাধীরা। ঠিক যেমনটা হয়েছে চন্দননগরের সিপিএম নেতা গোপাল শুক্লার সঙ্গে। প্রায় প্রতিদিনই এই ধরনের অভিযোগ জমা পড়ছে চন্দননগর থানায়।তাই সাধারণ মানুষকে সচেতন করতে ইউটিউব চ্যানেল খোলা হল চন্দননগর পুলিসের তরফে।
রবিবার সকালে একটি মিটিং-এ ছিলেন গোপাল শুক্লা। তখন তার ফেসবুক ম্যাসেঞ্জারে অচেনা নম্বর থেকে ফোন আসে একটি। নম্বরটি অচেনা হলেও ভিডিয়ো কলটি তোলেন গোপাল ।রিসিভ করতেই এক মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে। আর মোবাইল স্ক্রিনের এক কোনে গোপাল বাবুর ছবি। মুহূর্তেই ফোনের ওপার থেকে স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়।এক্ষেত্রে গোপাল শুক্লা ভয় না পেয়ে সোজা পুলিসে অভিযোগ করেন। প্রথমে চন্দননগর থানায় যান। সেখান থেকে চুঁচুড়ায় চন্দননগর পুলিস কমিশনারেট সাইবার ক্রাইম থানায় সোমবার রাতে অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, এই স্ক্রিনশট তুলে ব্ল্যাক মেল করার ফাঁদ পাতে সাইবার অপরাধীরা। বেশিরভাগ সময়ই দেখা যায় সামাজিক বদনাম হওয়ার ভয়ে অনেকে টাকা দিতে রাজিও হন।

এ বিষয়ে সিপিএম-এর যুব নেতা গোপাল জানান, অচেনা নম্বরে ভিডিও কল রিসিভ করতেই বিপত্তি।পায়েল রেড্ডি নামে এক জনের ভুয়ো অ্যাকাউন্ট থেকে প্রথমে ফোন আসে। পরে সেই চ্যাটের (sex traps on mobile) ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়। বিষয়টা তার জানা ছিল। তাই টাকা দেননি।তবে সামাজিক সম্মান বাঁচাতে যে কেউই এই ফাঁদে পা দিতে পারে। তড়িঘরি এই ঘটনা ফেসবুকে জানিয়ে বন্ধুদের সতর্ক করি।সাইবার থানায় অভিযোগ জানিয়েছি।
আরও পড়ুন SSC Calcutta HC: প্রধান বিচারপতির সঙ্গে বার কাউন্সিলের বৈঠক আজ সন্ধ্যায়
চন্দননগর পুলিসের পক্ষ থেকে রোজই সতর্কতা মূলক প্রচার করা হচ্ছে।যাতে কেউ সাইবার অপরাধের ফাঁদে পা না দেয়। তবুও দেখা যাচ্ছে অনেকে নিজেদের অজান্তে বা অজ্ঞতার কারণে এই ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন।সাইবার অপরাধ দিন দিন বাড়তে থাকায় চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম সেলকে থানায় পরিনত করা হয়েছে। যেখানে ওসি উৎপল সাহার নেতৃত্বে একটি দল অপরাধ দমনে কাজ করছে।
এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে কী কী করনীয়? কীভাবে বাঁচানো যাবে নিজেকে? এই সব নিয়েই একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়েছে চন্দননগর থানার তরফে। নাম “সাইবার লাইটস রিসক্ ভিশন”। এখানে মোবাইলের সিম কার্ড কেনা থেকে স্মার্ট ফোন ব্যবহার করলে কী কী ভাবে প্রতারণার শিকার হতে পারেন তা ছোটো ছোটো ভিডিয়োর মাধ্যমে দেখানো হয়। চন্দননগর পুলিসের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা।