skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent Newsপ্রথম দিনেই জেলায় জেলায় উপচে পড়ল লক্ষ্মীর ভাণ্ডার

প্রথম দিনেই জেলায় জেলায় উপচে পড়ল লক্ষ্মীর ভাণ্ডার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসে আবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু করেছে শাসক দল। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় ১৬ অগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে, দুয়ারে সরকারে এবারের মূল আকর্ষণ লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে পাবেন। আর তফশিলি মহিলারা পাবেন ১০০০ টাকা করে। ফলে কর্মসূচির প্রথম দিনই থেকেই জন সাধারণের উৎসাহ ছিল চোখে পড়ার মত। বিভিন্ন জেলার ক্যাম্পগুলিতে ছিল উপছে পড়া ভিড়। কোথাও কোথাও আবার হুড়োহুড়ির কারণে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা।

পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের ২২৩ গ্রাম পঞ্চায়েত এবং পাঁচটি পুরসভার ‘দুয়ারে সরকার’ শিবির শুরু হয়েছে। করোনা সতর্কতা মেনেই এলাকাবাসীদের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্যও পুলিশ মোতায়েন রয়েছে।  তবে, প্রথম দিনেই প্রচুর মানুষের ভিড় জমেছে। ফলে কিছুটা হলেও সমস্যা দেখা দিয়েছে।

হাওড়া

লক্ষীর ভান্ডারের ফ্রম তোলাকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় চোখে পড়ল হাওড়া সালকিয়া বিদ্যাপীঠ স্কুলে। প্রথম দিন সকালেই কয়েকহাজার মহিলা হাজির হন ক্যাম্পে। হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জলপাইগুড়ি

সোমবার তুমুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে জলপাইগুড়ি পুরসভার জনসাধারণের মধ্যে। ফনিন্দ্রদেব বিদ্যালয়ে খোলা হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। এখানে বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে দুয়ারে সরকারের। তবে, এখানেও লক্ষ্মী ভাণ্ডারের ফর্মের জন্য লাইন ছিল চোখে পড়ার মত।

দুর্গাপুর

ইস্পাত নগরীতে একটি স্কুলে দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম নিতে সকাল থেকে কয়েক হাজার মানুষের ভিড় জমেছে। এই ক্যাম্পেও মূল আকর্ষণ লক্ষ্মীর ভাণ্ডার। তবে অশান্তির কোনও খবর পাওয়া যায়নি। তবে, ভিড় সামাল দিতে নাজেহাল অবস্থা পুলিশ  প্রশাসনের।

শ্রীরামপুর

পূর্বস্থলী এক নম্বর ব্লকের ইউনাইটেড হাইস্কুলেও আয়োজন করা হয়েছে দুয়ারে সরকারের প্রথম ক্যাম্পের। বেশির ভাগ মানুষই লক্ষ্মী ভান্ডারের সুযোগ পেতে  রবিবার রাত তিনটে থেকে লাইনে দাঁড়িয়েছেন। সোমবার সকাল ন’টা বাজার আগেই কয়েক হাজার মানুষের লাইন পড়ে শ্রীরামপুর ইউনাইটেড হাইস্কুলর।

বীরভূম

লক্ষীর ভাণ্ডারের ফর্ম নেওয়ার উৎসাহ থেকে বাদ গেলেন না বীরভূমের মহিলারাও। সোমবার বীরভূমের মুরারইয়ে ভিড় ছিল চোখে পড়ার মত। ঠেলাঠেলিতে পড়ে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন । হারিয়ে গিয়েছে মোবাইল ও ব্যাগ।  মুরারই  অক্ষয়কুমার ইন্সটিটিউট হাইস্কুলে আয়োজন করা হয়েছিল ক্যাম্পের। সোমবার হাইস্কুলের গেটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পরেছিলেন এলাকার বাসিন্দারা । স্কুলের গেট খুলতেই আগে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। খবর পেয়ে মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়ার পর শান্তিপূর্ণভাবে ফরম বিতরণ শুরু হয়েছে ।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bhole Baba | পুলিশ কনস্টেবল থেকে আচমকাই ধর্মগুরু ! অবাক কাহিনী ভোলেবাবার !
00:00
Video thumbnail
Sayantika Banerjee | তোমার দেখা নাই রে তোমার দেখা নাই! রাজ্যপালের নামে পোস্টার
00:00
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর ধমক পাল্টি খেলেন বিধায়ক ?
00:00
Video thumbnail
Raghav Chadha | NEET, পেপার লিক রাজ্যসভায় গর্জে উঠলেন AAP সাংসদ রাঘব চাড্ডা
00:00
Video thumbnail
Narendra Modi | Mamata Banerjee | নাম নিলেন না মমতার! কী বললেন মোদি?
00:00
Video thumbnail
Chopra | Narendra Modi | চোপড়া নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি, কী বললেন শুনুন
00:00
Video thumbnail
Narendra Modi | 'ফাঁকা মাঠে গোল' প্রধানমন্ত্রী মোদির! লক্ষ্য কী মমতা?
00:00
Video thumbnail
Narendra Modi | সংসদে মোদির মুখে ফের বাংলার নাম, নিন্দা না প্রশংসা?
00:00
Video thumbnail
Shiv Sena | BJP | রাজ্যসভায় বিজেপিকে তুলোধনা কী বললেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা?
00:00
Video thumbnail
Narendra Modi | বিরোধীদের ভবিতব্য পালিয়ে যাওয়া! একি বললেন নরেন্দ্র মোদি?
00:00