skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsArrest: কাউন্সিলরের আত্মহত্যায় উত্তরপ্রদেশে গ্রেফতার অভিযুক্ত

Arrest: কাউন্সিলরের আত্মহত্যায় উত্তরপ্রদেশে গ্রেফতার অভিযুক্ত

Follow Us :

হুগলি: শ্রীরামপুরে তৃণমূল কাউন্সিলর রমা নাথের মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল বিজয় সাউকে। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হল শেওড়াফুলি জিআরপিতে।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি ডাউন লাইনে  ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রমা নাথ (৪৫)।আত্মহত্যায় প্ররোচনার জন্য শেওড়াফুলি জিআরপি থানায় বিজয় সাউয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর ভাই জয় নাথ।

জিআরপি সূত্রে খবর, ঘটনার পর দিল্লি পালিয়ে যায় বিজয়। সেখানে উত্তরপ্রদেশের বাগপতের এক জনের সঙ্গে তার যোগাযোগ হয়। তার গ্রাম লোহারিতে গিয়ে মজুরের কাজ করতে থাকে বিজয়। ফোনের টাওয়ার লোকেশন দেখে জিআরপির তদন্তকারীরা সেখানে গিয়ে বিজয়কে গ্রেফতার করেন। বাগপত আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নেয় জিআরপি। রাজধানী এক্সপ্রেসে রবিবার তাকে হাওড়া নিয়ে আসা হয়। সেখান থেকে শেওড়াফুলি জিআরপিতে ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হয়। ধৃতকে তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন-পরকীয়ায় শিশু খুন মায়ের হাতে, অভিযোগ পিংলায়

জানা গেছে রমা নাথ যখন কাউন্সিলর ছিলেন তখন বিজয় সাউ ১৬ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। তাদের সম্পর্ক নিয়ে চর্চাও ছিল। ওয়ার্ডের কিছু অনৈতিক কাজ নিয়ে বিজয়ের সঙ্গে মনোমালিন্য হয় কাউন্সিলরের। সম্ভবত সেই কারণের জন্যই আত্মহত্যা করেন রমা নাথ।

RELATED ARTICLES

Most Popular