বাঁশবেড়িয়া: গত কয়েফদিন ধরেই নিজের নির্বাচনী কেন্দ্রে যেতে গিয়ে পুলিশি (Police) বাধার মুখে পড়তে হয়েছে বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে(Locket Chatterjee)। বৃহস্পতিবার ফের একইভাবে হনুমান জয়ন্তীর মিছিলে যোগ দিতে গিয়েও পুলিশের বাধার মুখে পড়লেন লকেট। এদিন হুগলির বোড়পাড়া মোড়ে আটকানো হয় সাংসদের গাড়ি। গাড়িতে বসেই পুলিশ কর্তাদের সঙ্গে তর্ক জুড়ে দেন লকেট। পরে গাড়ি থেকে নেমে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ বাধা দেয়। শেষে দলবল নিয়ে রাস্তাতে বসে পড়েন বিজেপি সাংসদ। সেখানে তাঁরা হনুমান চল্লিশা পাঠ করেন।
পুলিশের দাবি, হনুমান জয়ন্তীর মিছিলে সাংসদ যোগ দিলে পরিস্থিতি অশান্ত হতে পারে, এলাকায় উত্তেজনা দেখা দিতে পারে। তাই ওই মিছিলে সাংসদকে যোগ দিতে দেওয়া যাবে না। আর মাঝ রাস্তাতেই তাঁকে আটকে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, বাইরে থেকে কাউকে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে না। লকেট চট্টোপাধ্যায় বলেন, আমি একটি শিবমন্দিরে পুজো দিতে যাচ্ছি। বাংলার পরিস্থিতি কি এতই খারাপ যে পুলিশ প্রশাসন পুজো দিতেও বাধা দেবে। তিনি আরও বলেন, আমি এলাকার সাংসদ। আমি যেখানে যাচ্ছি সেটা আমার সংসদীয় ক্ষেত্রের মধ্যেই পড়ে। তাই পুলিশ আমাকে বাধা দিতে পারে না। এরপর লকেট দীর্ঘক্ষণ বোড়পাড়া মোড়ে দাঁড়িয়ে থাকেন। শেষে রাস্তায় বসে পড়েন।
রামনবমীর মিছিল ঘিরে রিষড়া, শিবপুর, ডালখোলায় অশান্তি হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসেছে। আদালতও ওই অশান্তির জন্য পুলিশ প্রশাসনকে কার্যত কাঠগড়ায় দাঁড় করায়। রামনবমীর পর হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করে হাইকোর্ট। রাজ্য পুলিশও বেশ কিছু নির্দেশিকা ঘোষণা করে। আদালতের নির্দেশেই এদিন কেন্দ্রীয় বাহিনীও নামানো হয়েছিল বেশ কিছু এলাকায়।
এর মধ্যে বৃহস্পতিবার বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল এক শোভাযাত্রা বের হয়। সেখানে কড়া নজরদারি ব্যবস্থা ছিল। মোতায়েন করা হয়েছিল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে টহল দেয় ৪০০ পুলিশ কর্মী। কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয়, সেই জন্য চূড়ান্ত সতর্ক ছিল প্রশাসন। রামনবমীর হিংসার পর লকেট রিষড়াতে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তাঁকে যেতে দেয়নি। গত ৪ এপ্রিল তিনি লোকাল ট্রেনে চেপে রিষড়া স্টেশনে নেমে পড়েন। গন্তব্য ছিল রিষড়ার উপদ্রুত এলাকা। কিন্তু ১৪৪ ধারার অজুহাত দেখিয়ে পুলিশ তাঁকে রিষড়া স্টেশন থেকে নামতেই দেননি। বিজেপি সাংসদ স্টেশনেই বসে পড়ে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার ১৪৪ ধারার কথা বলে লকেটকে আটকে দেয় পুলিশ।