skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeজেলার খবররাতের বেলায় মাইক বাজানো বন্ধ করতে তমলুক শহরে অভিযান চালালো পুলিশ

রাতের বেলায় মাইক বাজানো বন্ধ করতে তমলুক শহরে অভিযান চালালো পুলিশ

Follow Us :

তমলুক : মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়নি পুজো উদ্যোক্তাদের। কিন্তু রাত বাড়তেই চিত্রটা বদলে যায়। তখন বাজির থেকেও জোরে বাজতে শুরু করে মাইক। তাই কালীপুজোর রাতে তারস্বরে মাইক বাজানো বন্ধ রাখতে মাঝ রাতে তমলুক শহরে অভিযান চালালো জেলা পুলিশ।

রাজ্য সরকারের নির্দেশ মেনে জেলা প্রশাসন কালীপুজোর আগে পুজো উদ্যোক্তা ও মাইক ওনার অ্যাসোসিয়েশনের জানিয়ে দেওয়া হয়েছিল যে, কোনও ভাবেই রাত ১০টার পরে মাইক বাজানো যাবে না। সবাই প্রশাসনের সঙ্গে সহমত পোষণ করেছিল। কিন্তু কালীপুজোর দিন রাত্রে দেখা গেল কার্যত উল্টো চিত্র। রাত যতই বাড়ছে, তার সঙ্গে বাড়ছে মাইকের শব্দ। পুজো মণ্ডপগুলোর বাইরে বসানো মাইক বন্ধ হচ্ছে না। এরপর গভীর রাতে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাসের নেতৃত্বে পুজো মণ্ডপগুলোতে অভিযান চালানো হয়। তমলুক থানা থেকে বিশাল পুলিশবাহিনী মোটরসাইকেলে করে তমলুক শহরের বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে পুজো উদ্যোক্তাদের সতর্ক করেন। কোনও ভাবেই রাত ১০টার পরে মাইক বাজানো যাবে না, এমনটাই নির্দেশ দেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস। এরপরেও যদি নির্দেশ না মানা হয়, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন আইনত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।

RELATED ARTICLES

Most Popular