বনগাঁ: বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নামে পোস্টার। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। বনগাঁর দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়কের কুকীর্তির নামে বিভিন্ন এলাকায় পোস্টার পড়ে। তা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এলাকার বিভিন্ন জায়গায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের অভিযোগে বেশকিছু নথি-সহ পাস্টার লাগানো হয়। তা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। এই পোস্টারকে বিতর্কে বিজেপি বিধায়ক তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
তিনি বলেন, তৃণমূলের কুকীর্তির বিরুদ্ধে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচারে তাঁর বিরুদ্ধে কথা বলেছিলাম। তাই তৃণমূল আমার বিরুদ্ধে এই পোস্টাপ দিয়েছে। যে অভিযোগ এনে পোস্টার দিয়েছে এর কোনও ভিত্তি নেই।
আরও পড়ুন: Jamashtami 2022: দেশজুড়ে মহাসমারোহে পালিত জন্মাষ্টমী, বেলুড়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি
তবে এই অভিযোগ অস্বীকার করে বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, কাচের ঘরে থেকে ঢিল ছুড়তে নেই। অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে তাঁকে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিচ্ছি।