পুরুলিয়া: আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুরুলিয়ায়। যদিও কলকাতা টিভি অনলাইন এই ক্লিপের সত্যতা যাচাই করেনি। অভিযোগ উঠেছে এই ভাইরাল ক্লিপে দেবী দুর্গার উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন এই কুড়মি নেতা। এই অভিযোগ তুলে এদিন বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা ছাড়াও বেশ কয়েকটি সংগঠন এক হয়ে পুরুলিয়া সদর থানা এবং জেলা পুলিশ সুপার দফতরে ব্যাপক বিক্ষোভ দেখায়। সেই সঙ্গে অবিলম্বে অজিত প্রসাদ মাহাতোকে গ্রেফতার করার দাবি জানায়।
বিক্ষোভকারীরা বলেন, অজিতকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এদিন লক্ষ্যনীয় ভাবে একই সাথে বিক্ষোভে সামিল হতে দেখা যায় তৃণমূল এবং বিজেপি নেতাদের। পুলিশ সুপারের দফতরে যেমন ছিলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা তথা সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় তেমনই বিজেপির সহ সভাপতি গৌতম রায়। তবে বিক্ষোভের সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেন তাঁরা। সুজয়বাবু বলেন, অতি আপত্তিকর কথাবার্তা বলা হয়েছে দেবী দুর্গার নিয়ে। এক্ষেত্রে কোন দলের বিষয় নয় হিন্দু হিসেবে বিক্ষোভে সামিল হয়েছেন তিনি।
তিনি বলেন হিন্দু সমাজের দেব-দেবীদের তিনি অসম্মান করেন। প্রথমে আদিবাসীদের সাথে কুড়মিদের বিরোধ লাগিয়ে দেন। তারপর গোটা জঙ্গলমহল জুড়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে, জঙ্গলমহলে তিনি মনিপুরের মতো ঘটনা ঘটানোর চক্রান্ত করছেন। মন্তব্যের বিরোধিতা করে পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। তিনি বলেন এতে মহিলাদের চূড়ান্ত ভাবে অসম্মান করা হয়েছে। নির্দিষ্ট ধারায় অভিযোগ হচ্ছে জানিয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আইনি যা নির্দেশ রয়েছে সেই মত কাজ করবে জেলা পুলিশ। অভিযোগ প্রসঙ্গে অজিত প্রসাদ মাহাতো অবশ্য বলেন, কুড়মিদের উদ্দেশ্যে এই কথা বলেছেন তিনি। অন্য কোন সম্প্রদায়কে আঘাত করা উদ্দেশ্য ছিলনা। তারা প্রকৃতির পূজারী সেই কথাই বলতে চেয়েছিলেন।