Thursday, August 14, 2025
Homeজেলার খবরপ্রাথমিকে নিয়োগের দাবিতে টেট পাস চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, হুমকি আত্মহত্যার

প্রাথমিকে নিয়োগের দাবিতে টেট পাস চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, হুমকি আত্মহত্যার

Follow Us :

মেদিনীপুর: প্রাথমিক স্কুলে চাকরিতে নিয়োগের দাবিতে কয়েকশ টেট পাস করা D.El. Ed (Diploma course in Elementary Education) ডিগ্রিধারী চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার। মেদিনীপুর শহরে প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে চেয়ারম্যানের অপসারণের দাবি করলেন তাঁরা। পুজোর আগে নিয়োগ না হলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন : এসএসসি ভবনে বিক্ষোভ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

২০১৪’র D.El. Ed পাস চাকরিপ্রার্থীদের প্রায় ২০ হাজার টেট পাস করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ হয়েছে ১৬ হাজারের কিছু বেশি। চাকরিপ্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, D.El. Ed পাস করা চাকরিপ্রার্থীদের মধ্যে যারা চাকরি পাননি, তাদের নিয়োগ করা হবে ধাপে ধাপে। কিন্তু তাদের নিয়োগ করা হয়নি। এ ধরণের চাকরি প্রার্থীর সংখ্যা এখনও রাজ্য জুড়ে প্রায় ৫ হাজারের বেশি। সেই সব চাকরিপ্রার্থীরা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখিয়েছেন বৃহস্পতিবার। মেদিনীপুর শহরে প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছেন এই চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন : উচ্চ প্রাথমিকে নিয়োগ, ৭ দিনে প্রার্থীতালিকা প্রকাশের নির্দেশ

RELATED ARTICLES

Most Popular