বাঁকুড়া: রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত বাঁকুড়ার মাচানতলা। রবিবার সন্ধ্যেয় রামনবমীর মিছিল বের হয়েছিল মাচানতলায়। ওই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। মিছিল বের হতেই মিছিলের সঙ্গে পুলিসের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। জনতার ছোড়া ইটে আহত হন দুই পুলিসকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিস।
পুলিসের অভিযোগ, মিছিলে শৃঙ্খলা বজায় রাখাতে পুলিস কর্মীরা ওই এলাকায় উপস্থিত ছিলেন। কিন্তু মাচানতলা থেকে পুলিস মিছিল ঘুরিয়ে দিতে চাইলেই শুরু হয় অশান্তি। আচমকাই শুরু হয় ইটবৃষ্টি। জনতা পুলিস খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিলে লাঠিচার্জ করা হয়। ব্যবহার করা হয় টিয়ার গ্যাস।
এই ঘটনায় উপস্থিত জেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, মিছিল স্বাভাবিক ভাবেই এগিয়ে যাচ্ছিল। রামনবমীর ওই মিছিলে আচমকাই শাসকদলের লোকজন ঢুকে পড়ে। তারাই গণ্ডগোল সৃষ্টি করেছে। ঘটনা প্রসঙ্গে বাঁকুড়া পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- Asansol By Election 2022: উপনির্বাচনের আগেই পাণ্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি