রামপুরহাট : বাড়ি পুড়ে খাক (Rampurhat Violence) হওয়ার নেপথ্য কী ভাদু শেখকে খুন ? কে এই ভাদু? কী ঘটেছিল সে রাতে—এমনই সব উত্তর পেতে বুধবার দুপুরে মৃত তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখের ভাই কালু শেখের বাড়িতে পৌঁছল সিবিআই। এদিন সেখানে পৌঁছে বেশ কিছুক্ষণ জিজ্ঞেসাবাদ চালায় সিবিআই (Rampurhat CBI Investigation)। চালানো হয় তল্লাশিও। ওই পরিবারের সকলের বক্তব্যও শোনেন সিবিআই আধিকারিকরা।
বুধবার সকাল থেকে বগটুই গ্রামের একাধিক জায়গায় তল্লাশি (Birbhum Rampurhat Fire Deaths) অভিযান শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ, বিভিন্ন এলাকা খতিয়ে দেখা শুরু করেছেন৷ বুধবার সকালে পর পর পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়৷ তার পর দুপুরের দিকে পৌঁছয় তাঁরা ভাদু শেখের ভাই কালু শেখের বাড়িতে। যদিও তাঁদের পরিবারের কাউকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি।
অন্য দিকে, রামপুরহাটের গোটা ঘটনায় বগটুই গ্রামের দুই গ্রামবাসীকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে জেরা করার জন্য নিয়ে আসে সিবিআই। একই সঙ্গে আনারুল হোসেন-সহ ৯ জনকেও জনস্বাস্থ্য কারিগরি দফতরের অথিতিশালা পান্থশ্রীতে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন- Rampurhat CBI Investigation: রামপুরহাটকাণ্ডে ফের আনারুল-সহ ৯ জনকে পান্থশ্রীতে নিয়ে জেরা সিবিআইয়ের
বুধবার ভাদু শেখ খুনের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে রামপুরহাট পুলিস। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ৷ মঙ্গলবার রাতে মালদা ও রামপুরহাট ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই যাদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।